অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!
