• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

অভিমান

subsar

Want to touch the Moon
Senior's
Chat Pro User
অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!1756791869438.png
 
অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!View attachment 365192
অভিমান আর ইগোর এই লড়াইয়ে শেষ পর্যন্ত ভালোবাসাটাই হেরে যায়। আপনার লেখাটা খুবই বাস্তবসম্মত এবং হৃদয়স্পর্শী।
Awesome Intelligence
 
লেখা টা খুব সুন্দর... এই মান অভিমানের খেলায় আমরা সবাই কম বেশি মত্ত
 
অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!View attachment 365192


দুদিনের জীবন, তাতে দু-পাতা লিখতে পারব কিনা সন্দেহ আছে। তারউপর অভিমান না রাখাটাই উত্তম বিচার ✨
 
দুদিনের জীবন, তাতে দু-পাতা লিখতে পারব কিনা সন্দেহ আছে। তারউপর অভিমান না রাখাটাই উত্তম বিচার ✨
অভিমান হল এক নীরব ভালোবাসার ভাষা।
এতে রাগ নয়, থাকে অপেক্ষা
 
লেখা টা খুব সুন্দর... এই মান অভিমানের খেলায় আমরা সবাই কম বেশি মত্ত
মান-অভিমানের খেলায়,
হার জিতের নেই তো মানে,
কখনো দূরত্ব বাড়ে,
কখনো সম্পর্ক টানে।


নীরব চাওয়াগুলো,
শব্দহীন অভিমান,
ভালোবাসা লুকিয়ে থাকে,
চোখের জলে, মনের জানায়।
 
অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!View attachment 365192
R keu keu ei oviman ta na vangiye durotto takei apon kore nei
 
R keu keu ei oviman ta na vangiye durotto takei apon kore nei
তোমার এই লাইনটা —
"অভিমানটা না ভেঙেই দূরত্বটাকেই আপন করে নেয়"
— একেবারে মনের গভীরে গিয়ে স্পর্শ করে।
এটা শুধু একটা কথা না,
এটা এক নীরব ভালোবাসার ব্যথা,
যেখানে কেউ আর কিছু বলার মতো অবস্থায় থাকে না —
তখন সে অভিমানের পরিবর্তে নীরব দূরত্বকে নিজের অভ্যস্ততা বানিয়ে ফেলে।
 
অভিমান এক অদ্ভুত জিনিস!
কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না।
অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙ্গানোর ইচ্ছে ঠিক ক'জনের থাকে? অভিমান টাকে ইগোর কাছে বন্দী করে, কত মানুষ অবলীলায় ছেড়ে যায়।
অভিমান ভাঙ্গানোর ক্ষমতা এবং ইচ্ছে দু’টোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে, যখন ভালোবাসা এবং সময় দেয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগে রূপ নেয়।
অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙ্গালে কেবলই দূরত্ব বাড়ে! দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয় যায় দু'জন, যতটা দূরত্বে চলে গেলে আর কারো প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না!
সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে, সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়!View attachment 365192
Ei abhiman er madhey valobasar asol mane lukiye thake. Valobasar madhey abhiman na thakle sei valobasa apurno...
 
দুদিনের জীবন, তাতে দু-পাতা লিখতে পারব কিনা সন্দেহ আছে। তারউপর অভিমান না রাখাটাই উত্তম বিচার ✨
ঠিক বলেছ
 
মান-অভিমানের খেলায়,
হার জিতের নেই তো মানে,
কখনো দূরত্ব বাড়ে,
কখনো সম্পর্ক টানে।


নীরব চাওয়াগুলো,
শব্দহীন অভিমান,
ভালোবাসা লুকিয়ে থাকে,
চোখের জলে, মনের জানায়।
ভালো বললে
 
Ei abhiman er madhey valobasar asol mane lukiye thake. Valobasar madhey abhiman na thakle sei valobasa apurno...
একদম ঠিক কথা।
"ভালোবাসার মধ্যে অভিমান না থাকলে সেই ভালোবাসা অসম্পূর্ণ।"
অভিমান মানে কিন্তু বিরক্তি বা রাগ নয় — এটা এক ধরনের গভীর অনুভব, যার পেছনে থাকে নিজের মানুষের প্রতি ভালোবাসা, প্রত্যাশা, আর আপনত্বের দাবি।
যেখানে অভিমান থাকে, সেখানে হৃদয়ের টান থাকে। তবে, সেটা যেন বুঝে-শুনে মধুর অভিমান হয়, এমনটা যাতে সম্পর্ককে আরও কাছাকাছি আনে — দূরে না ঠেলে দেয়।
 
একদম ঠিক কথা।
"ভালোবাসার মধ্যে অভিমান না থাকলে সেই ভালোবাসা অসম্পূর্ণ।"
অভিমান মানে কিন্তু বিরক্তি বা রাগ নয় — এটা এক ধরনের গভীর অনুভব, যার পেছনে থাকে নিজের মানুষের প্রতি ভালোবাসা, প্রত্যাশা, আর আপনত্বের দাবি।
যেখানে অভিমান থাকে, সেখানে হৃদয়ের টান থাকে। তবে, সেটা যেন বুঝে-শুনে মধুর অভিমান হয়, এমনটা যাতে সম্পর্ককে আরও কাছাকাছি আনে — দূরে না ঠেলে দেয়।
Thik katha .... abhiman na thakle valubasa arthohin...
 
Top