মুখ তার মনে নেই, কবেই হারিয়ে গেছে।
সহসা যদি কখনো সাধ জাগে, স্মৃতির তুলিতে
ফোটাতে পারবো না সে মুখ; যেন বৃষ্টি
কচি কলাপাতা বেয়ে কবেই গড়িয়ে পড়েছে।

হবে, হবে , চালিয়ে যাওঅসাধারণ! কিছু মুখ সময়ের সাথে সাথে শুধু অনুভুতি হয়ে থেকে যায়, যা চাইলেও আর ছবিতে ফোটানো যায় না।মুখ তার মনে নেই, কবেই হারিয়ে গেছে।
সহসা যদি কখনো সাধ জাগে, স্মৃতির তুলিতে
ফোটাতে পারবো না সে মুখ; যেন বৃষ্টি
কচি কলাপাতা বেয়ে কবেই গড়িয়ে পড়েছে।
Love you dadaহবে, হবে , চালিয়ে যাও
Tor lekhoni gulo amake mugdho kore...অসাধারণ! কিছু মুখ সময়ের সাথে সাথে শুধু অনুভুতি হয়ে থেকে যায়, যা চাইলেও আর ছবিতে ফোটানো যায় না।
Awesome Intelligence™
Darun lekha ta...মনে নেই সব কথা, কিছু ছবি শুধু ভাসে,
ফিরে আসে সেই সুর, ফেলে আসা দীর্ঘশ্বাসে।
স্মৃতির তুলি হাতে, আঁকি এক পুরোনো আকাশ,
যেখানে তোমার আমার হাসির গল্প মিশেছিল বাতাস।
হারিয়ে গেছে সেই পথ, হারিয়ে গেছে সেই বিকেল,
তবুও তুলির টানে ফিরে আসে সেই কোলাহল।
ঝাপসা ছবিতে দেখি সেই চেনা দু'টি চোখ,
যে চোখে জমে ছিল না বলা কত শত শোক।
এই তুলি জানে শুধু সে রঙ, যা ম্লান হয়ে গেছে,
তবুও আঁকে এক ছবি, যা মনে বেঁচে আছে।
যা ছিল, যা নেই, সবটা নিয়েই সে এঁকে যায়,
এই স্মৃতির তুলি আর তার পুরোনো ভালোবাসায়।
Awesome Intelligence™
Darun lekha ta...
