• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

রাত পাখী

Boy Friend

Epic Legend
*** রাত পাখী ***

ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে?
কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে ?

ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা

এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?

ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।

ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
 
Last edited:
*** রাত পাখী ***

ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে? কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে।
ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?
ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।
ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
Darun:Like:
 
*** রাত পাখী ***

ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে?
কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে।

ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?

ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।

ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
রাত রে বেলায় দিলে ভালো লাগতো পড়ে আরো ।
 
রাত রে বেলায় দিলে ভালো লাগতো পড়ে
রাতের বেলায় আমি রাত পাখীনি খুঁজি ,তাকে আদর করতে করতে আর সময় পাই না ।
 
*** রাত পাখী ***

ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে?
কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে ?

ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা

এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?

ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।

ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
Khub sundar.... fatafati...
 
*** রাত পাখী ***

ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে?
কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে ?

ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা

এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?

ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।

ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
Khub sundor.....❤️
 
Top