*** রাত পাখী ***
ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে?
কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে ?
ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা
এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?
ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।
ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
ও রাত পাখী,
রাত পোহালে কোথায় যাবে?
কোন আকাশের অন্ধকারে?
কাঠঠোকরা পাখীর মত ঠুকে
দেখো অন্ধকারের বন্ধদ্বারে ?
ও রাত পাখী,
সোনা ঝরা পূব আকাশের সূর্য
দেখে, তুমি কি গো অন্ধ হলে?
আলোয় আলোয় আলোয় ভরা
এই সকালে, তুমি কি গো হারিয়ে গেলে?
ও রাত পাখী,
সমাজ আজ ঢেকে আছে অন্ধকারে
সূর্য আর ওঠে নাতো পূব আকাশে,
মানুষের জীবন আজ দুর্বিষহ
মৃত্যুর গন্ধ বাতাসে বাতাসে।
ও রাত পাখী,
রাতের বেলা কেন করো ডাকাডাকি
কাঠঠোকরা হয়ে যাও,
অন্ধকারকে ঠুকে ঠুকে আলো ফোঁটাও।
*********
Last edited: