হৃদয়বীণায় বাজে অব্যক্ত এক তান,
তোমারে ঘিরেই রচে এ আত্মার সংবিধান।
নাহি প্রয়োজন কোনো বাক্যজাল বিস্তারের,
আমার তৃষ্ণা নীরবতাতেই মুক্তি খুঁজে ফেরে।
তুমি তো নহ শুধু কামনার ক্ষণস্থায়ী আলো,
তুমি হলে মোর বোধি-বৃক্ষের চিরন্তন ভালো।
আমার সত্তায় তোমার অধিকার নিঃশব্দে স্থাপিত,
এই অদৃশ্য বন্ধন কি কভু হবে না প্রকাশিত?
দিবসের প্রান্তে যখন তারা জ্বলে নিরুদ্দেশে,
তোমারি বিগ্রহ তখন মোর নিভৃতে প্রবেশে।
জানি না এ কোন্ দুরূহ পথ, এ কেমন নিয়তি,
মুখের কথা নয়, চোখেতে আঁকা মোর অনন্ত আরতি।
যদি কভু এই বেদনা মোর না হয় নিরাকরণ,
তবে হোক এই নিগূঢ় প্রেমেই আমার সমর্পণ।
জনম জনম রহো তুমি মোর কল্পনার খেয়ালে,
না-বলা কথায় বাঁচুক প্রণয়, এই গভীর আড়ালে।
তবুও জানি, কোনো এক ভোরে, ভাঙবে এ মন-গোপন,
পূর্ণতা পাবেই এই নীরব প্রেম, এ মোর শেষ পণ।
তোমারে ঘিরেই রচে এ আত্মার সংবিধান।
নাহি প্রয়োজন কোনো বাক্যজাল বিস্তারের,
আমার তৃষ্ণা নীরবতাতেই মুক্তি খুঁজে ফেরে।
তুমি তো নহ শুধু কামনার ক্ষণস্থায়ী আলো,
তুমি হলে মোর বোধি-বৃক্ষের চিরন্তন ভালো।
আমার সত্তায় তোমার অধিকার নিঃশব্দে স্থাপিত,
এই অদৃশ্য বন্ধন কি কভু হবে না প্রকাশিত?
দিবসের প্রান্তে যখন তারা জ্বলে নিরুদ্দেশে,
তোমারি বিগ্রহ তখন মোর নিভৃতে প্রবেশে।
জানি না এ কোন্ দুরূহ পথ, এ কেমন নিয়তি,
মুখের কথা নয়, চোখেতে আঁকা মোর অনন্ত আরতি।
যদি কভু এই বেদনা মোর না হয় নিরাকরণ,
তবে হোক এই নিগূঢ় প্রেমেই আমার সমর্পণ।
জনম জনম রহো তুমি মোর কল্পনার খেয়ালে,
না-বলা কথায় বাঁচুক প্রণয়, এই গভীর আড়ালে।
তবুও জানি, কোনো এক ভোরে, ভাঙবে এ মন-গোপন,
পূর্ণতা পাবেই এই নীরব প্রেম, এ মোর শেষ পণ।



