Excellent. Khub sundor hoyeche re....chaliye jaআকাশের ঐ নীল রঙটি,
মিশলে সবুজ জলে;
স্বর্ণালী ওই রৌদ্র তাতে,
গা ভেজাতে চলে।
স্নানের শেষে বিকেলবেলায়,
রোদ্দুর হলে ফিকে;
গাছগুলি তার শুকনো পাতা,
বাড়ায় তাহার দিকে।
শুকনো পাতায় শরীর মুছে,
গোধূলির ওই শেষে;
নামিয়ে আঁধার রোদ্দুরেরা,
ফিরছে আলোর দেশে।
Kub sundor likechs..Erm aro chaiআকাশের ঐ নীল রঙটি,
মিশলে সবুজ জলে;
স্বর্ণালী ওই রৌদ্র তাতে,
গা ভেজাতে চলে।
স্নানের শেষে বিকেলবেলায়,
রোদ্দুর হলে ফিকে;
গাছগুলি তার শুকনো পাতা,
বাড়ায় তাহার দিকে।
শুকনো পাতায় শরীর মুছে,
গোধূলির ওই শেষে;
নামিয়ে আঁধার রোদ্দুরেরা,
ফিরছে আলোর দেশে।
ThankuuuExcellent. Khub sundor hoyeche re....chaliye ja

ধন্যবাদখুব সুন্দর

Kub sundor likechs..Erm aro chai
Thankuuuu![]()