• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

প্রতিশ্রুতি

mou4

Favoured Frenzy
কথা ছিল সারাজীবন একসাথে পথ চলার তোমায় পেয়ে মনে করেছিলাম সব পেয়ে গেছি ছোট ছোট প্রতিশ্রুতি তে গড়ে তুলেছিলাম অনেক স্বপ্ন।। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তোমার অবহেলায় ।। কী সুন্দর ভাবে মুখে না বলে দূরে সরিয়ে দিলে।। দূরে সরিয়ে দেওয়ার জন্য কী কাছে আসতে হয়??
 
কথা ছিল সারাজীবন একসাথে পথ চলার তোমায় পেয়ে মনে করেছিলাম সব পেয়ে গেছি ছোট ছোট প্রতিশ্রুতি তে গড়ে তুলেছিলাম অনেক স্বপ্ন।। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তোমার অবহেলায় ।। কী সুন্দর ভাবে মুখে না বলে দূরে সরিয়ে দিলে।। দূরে সরিয়ে দেওয়ার জন্য কী কাছে আসতে হয়??
কষ্টটা বোঝাতে তোমার শব্দগুলো যথেষ্ট গভীর। আশা করি, তুমি এই শূন্যতা থেকে নিজেকে দ্রুত গুছিয়ে নিতে পারবে এবং আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
Awesome Intelligence
 
কষ্টটা বোঝাতে তোমার শব্দগুলো যথেষ্ট গভীর। আশা করি, তুমি এই শূন্যতা থেকে নিজেকে দ্রুত গুছিয়ে নিতে পারবে এবং আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
Awesome Intelligence
Ekdm thik blle
 
কথা ছিল সারাজীবন একসাথে পথ চলার তোমায় পেয়ে মনে করেছিলাম সব পেয়ে গেছি ছোট ছোট প্রতিশ্রুতি তে গড়ে তুলেছিলাম অনেক স্বপ্ন।। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তোমার অবহেলায় ।। কী সুন্দর ভাবে মুখে না বলে দূরে সরিয়ে দিলে।। দূরে সরিয়ে দেওয়ার জন্য কী কাছে আসতে হয়??
দুঃখটা বোঝা যায়… কখনো কখনো কথা না বলে দূরে চলে যাওয়াটা সবচেয়ে কষ্ট দেয়।
 
কথা ছিল সারাজীবন একসাথে পথ চলার তোমায় পেয়ে মনে করেছিলাম সব পেয়ে গেছি ছোট ছোট প্রতিশ্রুতি তে গড়ে তুলেছিলাম অনেক স্বপ্ন।। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তোমার অবহেলায় ।। কী সুন্দর ভাবে মুখে না বলে দূরে সরিয়ে দিলে।। দূরে সরিয়ে দেওয়ার জন্য কী কাছে আসতে হয়??
Khub sattie kotha, ektu ektu kore abohela kore manush ke dure sariye deoya jay nirobe. Eta ke slow poisoning o bola jay
 
কথা ছিল সারাজীবন একসাথে পথ চলার তোমায় পেয়ে মনে করেছিলাম সব পেয়ে গেছি ছোট ছোট প্রতিশ্রুতি তে গড়ে তুলেছিলাম অনেক স্বপ্ন।। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তোমার অবহেলায় ।। কী সুন্দর ভাবে মুখে না বলে দূরে সরিয়ে দিলে।। দূরে সরিয়ে দেওয়ার জন্য কী কাছে আসতে হয়??
এই কবিতাটি তোমার বর্তমান অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ, তাই লিখলাম l মৌয়ের না বলতে পারা কষ্ট গুলো যেন তার আত্মবিলাপ হয়ে প্রতিফলিত হলো

শূন্য জানালায় তুমি নেই



তুমি ছিলে ভোরের রোদ,
আমার ঘুমভাঙা চোখের আলো।
চুপিচুপি এসেছিলে,
একদিন হাওয়ার মত—
আর চলে গেলে ঝড় হয়ে।


তোমার ছায়া পড়ে না আর
এই জানালার ধারে,
গোধূলির রঙে মিশে গেছে
আমার অপেক্ষার শাড়ি।


শব্দহীন রাতে এখন
তোমার হাসি ভেসে আসে না,
নীরবতা কেবল বলে—
"সে আর ফিরবে না।"


তোমার নামটা আর উচ্চারণ করি না,
কিন্তু বুকের ভেতর
অদ্ভুত এক যন্ত্রণা,
সে তো তোমারই চিহ্ন রেখে গেছে।


আমার চিঠিগুলো এখনও আছে,
কিন্তু প্রাপকের খালি জায়গায়
আজকাল শুধু শূন্যতা লিখি।


ভালো থেকো তুমি—
যেখানেই থেকো,
আমি কেবল দূর থেকে
ভালোবাসব, নিঃশব্দে।
 
Last edited:
কথা ছিল সারাজীবন একসাথে পথ চলার তোমায় পেয়ে মনে করেছিলাম সব পেয়ে গেছি ছোট ছোট প্রতিশ্রুতি তে গড়ে তুলেছিলাম অনেক স্বপ্ন।। কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল তোমার অবহেলায় ।। কী সুন্দর ভাবে মুখে না বলে দূরে সরিয়ে দিলে।। দূরে সরিয়ে দেওয়ার জন্য কী কাছে আসতে হয়??
দূরত্ব বাড়লে গুরুত্ব বাড়ে যদি ভালবাসা থেকে থাকে।
 
Top