এই যন্ত্রণা প্রকাশ করার জন্য আপনার সাহসকে সম্মান জানাই। এই লেখাটা কেবল শব্দ নয়, এক গভীর আর্তনাদ।মেঘের থেকে পড়ে জল,
নদী বয়ে কল কল।
সবাই বলে পড়ছে বৃষ্টি,
সেই রাতে ঝাপসা হয়েছিল দৃষ্টি।
গাল বেয়ে পড়েছিল চোখের জল,
হারিয়েছিল শরীরের সব বলে।
সেই রাত দখল, সেই চিৎকার,
আজও কাটা দেয় সেই হাহাকার।
ভয়ানক কঠিন এক অভিজ্ঞতার কাহিনী ফুটে উঠলো । সময় সব পাল্টে দেবেমেঘের থেকে পড়ে জল,
নদী বয়ে কল কল।
সবাই বলে পড়ছে বৃষ্টি,
সেই রাতে ঝাপসা হয়েছিল দৃষ্টি।
গাল বেয়ে পড়েছিল চোখের জল,
হারিয়েছিল শরীরের সব বলে।
সেই রাত দখল, সেই চিৎকার,
আজও কাটা দেয় সেই হাহাকার।
Bah darun...মেঘের থেকে পড়ে জল,
নদী বয়ে কল কল।
সবাই বলে পড়ছে বৃষ্টি,
সেই রাতে ঝাপসা হয়েছিল দৃষ্টি।
গাল বেয়ে পড়েছিল চোখের জল,
হারিয়েছিল শরীরের সব বলে।
সেই রাত দখল, সেই চিৎকার,
আজও কাটা দেয় সেই হাহাকার।
হ্যাঁ দিদি, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে আমি গোলা মিলিয়েছিলাম ২০২৪ সালে।এখনো সেই অপেক্ষায় আছি
Thank you dadaBah darun...
কিন্তু সেই রাত যেনো কারুর জীবনে না আসুক তাই প্রার্থনা করি।ভয়ানক কঠিন এক অভিজ্ঞতার কাহিনী ফুটে উঠলো । সময় সব পাল্টে দেবে![]()
সত্যি বলেছেন দিদি।এই যন্ত্রণা প্রকাশ করার জন্য আপনার সাহসকে সম্মান জানাই। এই লেখাটা কেবল শব্দ নয়, এক গভীর আর্তনাদ।
Awesome Intelligence™
আমারও তাই প্রার্থনাকিন্তু সেই রাত যেনো কারুর জীবনে না আসুক তাই প্রার্থনা করি।