FB theke jhepe dilam lekhata. Jehetu lekhika oporichito, tai taar naam dite parchhi na. Khoma marjoniyo. Bhalo laglo lekha ta.
যৌনতা সুন্দর, ফোর প্লে সুন্দর, ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে চুমু খাওয়া সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর একটা চাদরের তলায় একে অপরকে জড়াজড়ি করে বসে রাতে চাঁদ দেখা....
সেক্স খুবই ব্যক্তিগত মুহূর্ত, কিন্তু তার চেয়েও ব্যক্তিগত গোপন মুহূর্ত হলো খুব কাছের মানুষের কাছে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের অতীতের সবচেয়ে যন্ত্রণাদায়ক ঘটনাগুলো উগরে ফেলা....
খালি গায়ে চুমু খাওয়া রোম্যান্টিক ভীষণ, কিন্তু তার চেয়েও রোম্যান্টিক হলো ঘর অন্ধকার করে ডিমলাইট সাজিয়ে প্রথমবার প্রেমে পড়ার দিনগুলো হাসতে হাসতে একে অপরকে বলে ফেলা....
কাছাকাছি থাকা, পাশাপাশি গায়ে হাত রেখে শোয়া খুব ভালো, কিন্তু তার চেয়েও বেশি ভালো ফোনের ভেতর সারারাত জেগে দুইটা মানুষ দুটো আলাদা ঘরে শুয়ে শুয়ে গল্প করা....
দূরে থাকার ভেতর একটা ব্যথা আছে, আর ব্যথা যত বাড়ে ততবেশি প্রেম বাড়ে, কাছে আসার চাহিদা বাড়ে। যে প্রেমের ভেতর অপেক্ষা নেই, হাঁসফাঁস অবস্থা নেই, একটা মানুষকে দেখার জন্য পাগলামি নেই, সেই প্রেম মরে যায় একটা সময়ের পর....
তাই সবসময় ছুঁয়ে থাকলে প্রেম বাড়ে না, বরং বিষয়টা একঘেয়ে হয়ে যায়, মাঝেমধ্যে একটু দূরে থাকা দরকার, একটু চোখের আড়াল হওয়া দরকার....
আসলে আমরা ভালোবাসি ভালো থাকার জন্য, কিন্তু খুব কাছের মানুষটাকে ভালো রাখতে জানলে আমরা দারুণ ভালো থাকি, এটাই আমরা বুঝে উঠতে পারি না। তার মুখের হাসিটা আমাদের ভেতর একটা আত্মবিশ্বাসের জন্ম দেয়....
এই পৃথিবীতে স্বার্থপর হওয়া খুব সোজা, কিন্তু অন্য একজনের স্বার্থে নিজেকে উজাড় করে দেওয়ার ক্ষমতা সবার থাকে না.....
সবার মধ্যে এই ক্ষমতা থাকে না, সবাই নিজেকে উজাড় করে ভালোবাসতে পারে না। যারা এভাবে ভালোবাসে তাদেরকে মানুষ ব্যক্তিত্বহীন বলে, কিন্তু তারা জানে না এই ব্যক্তিত্বহীন মানুষ গুলোই দরকারে অদরকারে নিজের দুইটা কিডনি বার করে হাতে তুলে দিতে পারে হাসতে হাসতে....
ভালোবেসে এই মানুষগুলোই সব সীমা পার করে যায়, এই মানুষগুলো নিজের জন্য বাঁচিয়ে কুচিয়ে কিচ্ছু রাখে না, একটু ভালোবাসা পেলে নিজের মাথা কেটেও পায়ে রেখে আসে....
সেক্স এক একটা সুন্দর মুহূর্তের জন্ম দেয়, কিন্তু একে অপরের চোখের দিকে নিরলস তাকিয়ে থাকলে হাজার হাজার স্মৃতিরা জন্ম নেয়....