Anirbannnxxx
Newbie
তোমার দূরে থাকার বেদনা যতই হাসি মুখে লুকিয়ে রাখার চেষ্টা করিনা কেনো, মন তো আর মন সেতো আর বোঝেনা কোনো বারণ, তোমার থেকে দূরত্ব যেনো তাকে করে তোলে টালমাটাল সে বোঝার চেষ্টা টুকুও করেনা তুমি কোথায়, সে তো শুধু তার প্রতিটি উদ্দীপ্ত আবেগে প্রতিটি লাফনে শুধু তোমায় চাই, তুমি কোথায় তুমি কোথায় ও আমার প্রিয়তমা তুমি কোথায়।