Rambo002
Wellknown Ace
শেষ চুমুকের ঋণ
আমার দু’চোখ অবস ছিল, তুমি ছিলে নীরুত্তাপ,
ফেলে দেওয়া চা-এর ভাঁড়ে যেমন থাকে ঠোঁটের ছাপ।
কথারা সব জমে ছিল, বলার সাহস পায়নি মুখ,
অভিমানের ধুলো জমে ভেঙে পড়ে নীরব সুখ।
তুমিও ছুঁলে না আমার হাতখানা,
তাই আমিও ডাকিনি আর তোমার নাম,
দু’জনেরই ভুল ছিল - তবু দোষ নিল নিরবতা নাম।
আজও মাঝে মনে পড়ে, সেই অর্ধেক বলা দিন,
ভাঙা কাপে জমে থাকা - শেষ চুমুকের ঋণ।।
By - Rambo002
আমার দু’চোখ অবস ছিল, তুমি ছিলে নীরুত্তাপ,
ফেলে দেওয়া চা-এর ভাঁড়ে যেমন থাকে ঠোঁটের ছাপ।
কথারা সব জমে ছিল, বলার সাহস পায়নি মুখ,
অভিমানের ধুলো জমে ভেঙে পড়ে নীরব সুখ।
তুমিও ছুঁলে না আমার হাতখানা,
তাই আমিও ডাকিনি আর তোমার নাম,
দু’জনেরই ভুল ছিল - তবু দোষ নিল নিরবতা নাম।
আজও মাঝে মনে পড়ে, সেই অর্ধেক বলা দিন,
ভাঙা কাপে জমে থাকা - শেষ চুমুকের ঋণ।।
By - Rambo002