মেলাতে তখন মানুষের ভিড়, চারদিকে কলরব,
তার মাঝে হঠাৎ স্তব্ধ হলো আমার দুনিয়া সব।
রঙিন আলোর ঝিলিক মেখে দাঁড়িয়ে ছিলে একা,
কপালে এক ছোট্ট টিপ, প্রথম হলো দেখা।
চোখে চোখটি পড়ল যখন, বুকটা দুরুদুরু,
অচিন এক গল্পের যেন সেখান থেকেই শুরু।
না বলা এক শিহরণে মন হারাল তার দিশা,
চারপাশে সব ঝাপসা হলো, কাটল মনের তৃষা।
তোমার হাসির এক ঝলকে থমকে গেল সময়,
প্রথম দেখায় এমন মায়া— ভাবিনি আগে হয়।
এক পা দু-পা এগিয়ে গিয়েও থমকে গেলাম ভোরে,
ইচ্ছে ছিল নামটা সুধাই খুব আদরের ঘোরে।
ভালোবাসার প্রথম অনুভূতি মনে ছড়াল আভা,
হৃদয় যেন খুঁজে পেল নতুন স্বপ্ন ভাবা।
মেলা শেষ হলো, মানুষ কমল, রাত নামল শেষে,
আমি শুধু ফিরলাম বাড়ি তোমায় ভালোবেসে।
©pixibloom
তার মাঝে হঠাৎ স্তব্ধ হলো আমার দুনিয়া সব।
রঙিন আলোর ঝিলিক মেখে দাঁড়িয়ে ছিলে একা,
কপালে এক ছোট্ট টিপ, প্রথম হলো দেখা।
চোখে চোখটি পড়ল যখন, বুকটা দুরুদুরু,
অচিন এক গল্পের যেন সেখান থেকেই শুরু।
না বলা এক শিহরণে মন হারাল তার দিশা,
চারপাশে সব ঝাপসা হলো, কাটল মনের তৃষা।
তোমার হাসির এক ঝলকে থমকে গেল সময়,
প্রথম দেখায় এমন মায়া— ভাবিনি আগে হয়।
এক পা দু-পা এগিয়ে গিয়েও থমকে গেলাম ভোরে,
ইচ্ছে ছিল নামটা সুধাই খুব আদরের ঘোরে।
ভালোবাসার প্রথম অনুভূতি মনে ছড়াল আভা,
হৃদয় যেন খুঁজে পেল নতুন স্বপ্ন ভাবা।
মেলা শেষ হলো, মানুষ কমল, রাত নামল শেষে,
আমি শুধু ফিরলাম বাড়ি তোমায় ভালোবেসে।
©pixibloom