বড়ো একা, একা লাগে আমায়,আকাশে বিহ্বল এক অনুভূতি যায়।
পথের অদূরে দূরবিহীন,মনে বিক্ষেপের শহর আমি আছি একা একা।
তারা সময়ের চোর, চুরি করে নিয়ে গেছে,এখানে বাকি রইলো অসীম আকাশের রাজ্য।
বড়ো একা, একা লাগে আমায়,সত্যি আমি খুঁজছি এক নিজেকে এই বিশাল সৃষ্টিতে।
তুমি যা বলবা সব কথা রাখবো,হৃদয়ে তোমার মিষ্টি ভাষা আমি ধরবো।
পথের অদূরে দূরবিহীন,মনে বিক্ষেপের শহর আমি আছি একা একা।
তারা সময়ের চোর, চুরি করে নিয়ে গেছে,এখানে বাকি রইলো অসীম আকাশের রাজ্য।
বড়ো একা, একা লাগে আমায়,সত্যি আমি খুঁজছি এক নিজেকে এই বিশাল সৃষ্টিতে।
তুমি যা বলবা সব কথা রাখবো,হৃদয়ে তোমার মিষ্টি ভাষা আমি ধরবো।