সেই লাল ইঁট আর সবুজ ঘাসের কলেজ প্রাঙ্গণ,
ক্লাসের ফাঁকে লুকিয়ে দেখা প্রিয়জনের মুখ, কেমন?
বেঞ্চের কোণে আজও লেখা আছে কত নাম
, কত হাসি ,
সেসব দিনে মন ছিল শুধু বাঁধনহারা , খুশি।
সিঁড়ির ধাপে
, ক্যান্টিনের ভিড়ে
, কত গল্প ️, কত আড্ডা,
ছেলেদের সাথে খুনসুটি , হাতে হাত রেখে চলা —সে এক ধাঁধা!
মুহূর্তগুলো ছিল যেন সব মুক্ত পাখির গান ,
সময় তখন দৌড়োত না
, জীবন ছিল অফুরান। 
টিফিন বক্সে ভাগ হতো রুটি , ভাগ হতো সব ব্যথা ,
পরীক্ষার রাতে জাগা , সে এক কঠিন বাস্তবতা।
মিথ্যে অজুহাতে ক্লাস কাটানো , সিনেমা হলে ভিড় ,
বন্ধুর জন্য মারামারি , মন হতো অস্থির। ️
আজও যখন পুরোনো সেই পথে হাঁটতে যাই একা
,
মনে হয়, সময়ের ঘড়িতে
কেন দিলাম না সেঁকা?
হারিয়ে যাওয়া দিনগুলো , আর তো ফেরে না তারা,
স্মৃতিরা শুধু ভিড় করে আসে , চোখ হয় জলধারা।
প্রকৃত প্রেম
, প্রকৃত বন্ধুত্ব , কলেজের এই দান,
অজানা সে টানে আজও মোরা সেই জীবনে উধাও!
একসাথে পথচলা , হাসিমুখে বলা 'দেখা হবে কাল' ,
এই স্মৃতিটুকুই থাক, মন খারাপের এই মহাকাল।
ক্লাসের ফাঁকে লুকিয়ে দেখা প্রিয়জনের মুখ, কেমন?
বেঞ্চের কোণে আজও লেখা আছে কত নাম
সেসব দিনে মন ছিল শুধু বাঁধনহারা , খুশি।
সিঁড়ির ধাপে
ছেলেদের সাথে খুনসুটি , হাতে হাত রেখে চলা —সে এক ধাঁধা!
মুহূর্তগুলো ছিল যেন সব মুক্ত পাখির গান ,
সময় তখন দৌড়োত না
টিফিন বক্সে ভাগ হতো রুটি , ভাগ হতো সব ব্যথা ,
পরীক্ষার রাতে জাগা , সে এক কঠিন বাস্তবতা।
মিথ্যে অজুহাতে ক্লাস কাটানো , সিনেমা হলে ভিড় ,
বন্ধুর জন্য মারামারি , মন হতো অস্থির। ️
আজও যখন পুরোনো সেই পথে হাঁটতে যাই একা
মনে হয়, সময়ের ঘড়িতে
হারিয়ে যাওয়া দিনগুলো , আর তো ফেরে না তারা,
স্মৃতিরা শুধু ভিড় করে আসে , চোখ হয় জলধারা।
প্রকৃত প্রেম
অজানা সে টানে আজও মোরা সেই জীবনে উধাও!
একসাথে পথচলা , হাসিমুখে বলা 'দেখা হবে কাল' ,
এই স্মৃতিটুকুই থাক, মন খারাপের এই মহাকাল।





