• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ফুলের বাসা

Boy Friend

Epic Legend
***** ফুলের বাসা *****

সাঁঝ আকাশের লালের ছটায়
লালের আভাস বকের পাখায়,
আমার মনের আগুন নিয়ে
আগুন জ্বলে পলাশ শাখায় ।

দূর পাহারের সবুজ বনে
আবছা আলোর হাতছানি,
তারার মালা সাগর বুকে
ঢেউ এ ঢেউ এ কানা কানি ।

তোমার মনের ছোঁয়া পেয়ে
ফুল ফুটেছে আমার মনে,
পাগোল হাওয়া মাতাল হয়ে
পরাগ খেলে ফুলের বনে ।

তোমায়ে নিয়ে উড়ে যাবো
দূর পাহাড়ে ফুলের বাসায়,
তোমার আমার ভালবাসা
থাকবে সুখে সেই আশায় ।
 
***** ফুলের বাসা *****

সাঁঝ আকাশের লালের ছটায়
লালের আভাস বকের পাখায়,
আমার মনের আগুন নিয়ে
আগুন জ্বলে পলাশ শাখায় ।

দূর পাহারের সবুজ বনে
আবছা আলোর হাতছানি,
তারার মালা সাগর বুকে
ঢেউ এ ঢেউ এ কানা কানি ।

তোমার মনের ছোঁয়া পেয়ে
ফুল ফুটেছে আমার মনে,
পাগোল হাওয়া মাতাল হয়ে
পরাগ খেলে ফুলের বনে ।

তোমায়ে নিয়ে উড়ে যাবো
দূর পাহাড়ে ফুলের বাসায়,
তোমার আমার ভালবাসা
থাকবে সুখে সেই আশায় ।
দারুন পড়ে মন টা শান্তি হলো ।
 
***** ফুলের বাসা *****

সাঁঝ আকাশের লালের ছটায়
লালের আভাস বকের পাখায়,
আমার মনের আগুন নিয়ে
আগুন জ্বলে পলাশ শাখায় ।

দূর পাহারের সবুজ বনে
আবছা আলোর হাতছানি,
তারার মালা সাগর বুকে
ঢেউ এ ঢেউ এ কানা কানি ।

তোমার মনের ছোঁয়া পেয়ে
ফুল ফুটেছে আমার মনে,
পাগোল হাওয়া মাতাল হয়ে
পরাগ খেলে ফুলের বনে ।

তোমায়ে নিয়ে উড়ে যাবো
দূর পাহাড়ে ফুলের বাসায়,
তোমার আমার ভালবাসা
থাকবে সুখে সেই আশায় ।
:)
 
***** ফুলের বাসা *****

সাঁঝ আকাশের লালের ছটায়
লালের আভাস বকের পাখায়,
আমার মনের আগুন নিয়ে
আগুন জ্বলে পলাশ শাখায় ।

দূর পাহারের সবুজ বনে
আবছা আলোর হাতছানি,
তারার মালা সাগর বুকে
ঢেউ এ ঢেউ এ কানা কানি ।

তোমার মনের ছোঁয়া পেয়ে
ফুল ফুটেছে আমার মনে,
পাগোল হাওয়া মাতাল হয়ে
পরাগ খেলে ফুলের বনে ।

তোমায়ে নিয়ে উড়ে যাবো
দূর পাহাড়ে ফুলের বাসায়,
তোমার আমার ভালবাসা
থাকবে সুখে সেই আশায় ।
ভালো লিখেছো
 
Top