আমি মাছ তুমি বঁড়শি টান দিলেই আসবো।
তোমার ও চরণতলে গড়ায়ে গড়ায়ে কাদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
জানি একদিন দূর থেকে
দেখব সবার এই ভুলে যাওয়া
জানি একদিন চোখ থেকে
পড়বে শুধু অশ্রুরি ধারা
ফিরবো না কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
রাইতেরে দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও,
মাথা পাইতা মাইনা নিবো তবুও তুমি আমার রও।
তোমার ও চরণতলে গড়ায়ে গড়ায়ে কাদবো।
তুমি যা বলবা সব কথা রাখবো,
প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো।
জানি একদিন দূর থেকে
দেখব সবার এই ভুলে যাওয়া
জানি একদিন চোখ থেকে
পড়বে শুধু অশ্রুরি ধারা
ফিরবো না কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
রাইতেরে দিন বুঝাইয়া তুমি যদি শান্তি পাও,
মাথা পাইতা মাইনা নিবো তবুও তুমি আমার রও।