একজন মুখে বলে ফিলিংস নেই কিন্তু কাজে বোঝায় খুব ফিলিংস আছে। তার এক্সপেক্টেশন গুলো ও সেরকম। তাকে মিউট করে রেখেছিলাম বলে "whats app" এ, রাগ করেছে খুব আর বলেছে কোনো দিনও কথা বলতে চায় না। কারণ তার নাকি গুরুত্ব নেই আমার কাছে। আমিও টেক্সট করিনা সেও টেক্সট করে না 4 দিন হলো।
আমি তার সাথে আর কিছু ঠিক করে নিতে চাইনা, কিন্তু মিস করি , সে টেক্সট করবে বা কল করবে আসা করি। আমার এই অবস্থায় কি করা উচিৎ ?
আমি তার সাথে আর কিছু ঠিক করে নিতে চাইনা, কিন্তু মিস করি , সে টেক্সট করবে বা কল করবে আসা করি। আমার এই অবস্থায় কি করা উচিৎ ?