সবাই বলে দেয়ালের কান আছে,
তাহলে কি দেয়াল সব শুনছে?
হাসপাতালের দেয়াল শুনেছে কান্না,
রেস্তোরার দেয়াল শুনেছে বায়না।
মন্দিরের দেয়াল শুনেছে প্রার্থনা,
শ্মশানের দেয়াল শুনেছে আর্তনাদ।
বিমানবন্দরের দেয়াল শুনেছে ছেড়ে যাওয়ার কথা,
রেল স্টেশনের দেয়াল শুনেছে ফিরে আসার ব্যাথা।
ঘরের দেয়াল শুনেছে অনেক কষ্ট হাসি ঝগড়া কান্না,
মনের দেয়াল শুনেছে বাইরে দেয়না এসবের কিছুর পাত্তা।
তাহলে কি দেয়াল সব শুনছে?
হাসপাতালের দেয়াল শুনেছে কান্না,
রেস্তোরার দেয়াল শুনেছে বায়না।
মন্দিরের দেয়াল শুনেছে প্রার্থনা,
শ্মশানের দেয়াল শুনেছে আর্তনাদ।
বিমানবন্দরের দেয়াল শুনেছে ছেড়ে যাওয়ার কথা,
রেল স্টেশনের দেয়াল শুনেছে ফিরে আসার ব্যাথা।
ঘরের দেয়াল শুনেছে অনেক কষ্ট হাসি ঝগড়া কান্না,
মনের দেয়াল শুনেছে বাইরে দেয়না এসবের কিছুর পাত্তা।