সোনা রুপা নয় ,
নয় কোনো হীরের নোলক,
তোমায় এনে দেবো প্রিয়তমা,
ঘাসের মাঝে থেকে,
একটি ঘাসফুল।
তোমায় এনে দেবো ভালোবাসায় রং,
গোলাপের পাপড়ি থেকে,
একগুচ্ছ মালতি লতা,
দুল করে পরাব তোমার কানে।

আমার ভালোবাসায়,
নেই কোনো ছলনা,
আট আনা বলে দেবো না,
প্রিয়তমা চার আনা।
চার আনারই মহাজন আমি,
অযথা অকুলান বইনা আমি,
আমার যা আছে তাই দিয়ে,
তোমার মনের ভুল ভাঙাব আমি।
নয় কোনো হীরের নোলক,
তোমায় এনে দেবো প্রিয়তমা,
ঘাসের মাঝে থেকে,
একটি ঘাসফুল।
তোমায় এনে দেবো ভালোবাসায় রং,
গোলাপের পাপড়ি থেকে,
একগুচ্ছ মালতি লতা,
দুল করে পরাব তোমার কানে।

আমার ভালোবাসায়,
নেই কোনো ছলনা,
আট আনা বলে দেবো না,
প্রিয়তমা চার আনা।
চার আনারই মহাজন আমি,
অযথা অকুলান বইনা আমি,
আমার যা আছে তাই দিয়ে,
তোমার মনের ভুল ভাঙাব আমি।