• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

কিশোর মন

A

arunbose

Guest
****** কিশোর মন ********

সবে গোঁফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের ওপর,
তাই কতবার আয়নায় মুখ দেখি নিজের, চুলটা
চেষ্টা করি কোনো পরিচিত নায়কের মত করতে ।
একটু লুকিয়ে ফরসা হওয়ার ক্রীমও মুখে মাখি ।
বুঝতে পারছিনা কি যেন হয়েছে আমার ।
সারা দিন মনের মধ্যে উরু উরু ভাব, সব কিছু আজ
সুন্দর আমার চোখে, শরতের নীল আকাশ, পেঁজা তুলোর
মত মেঘ, পাখীদের কিচির মিচির সব কিছু
ভাল লাগছে, চুপি চুপি বলি সকালের কাক গুলোকেও
কেমন যেন কোকিলের মত লাগছিলো ।
পড়া শোনা থেকে মন উড়ে গেছে..কি যে হলো ।
এক দিন ছাদে ঘুরে বেড়াচ্ছি ,টব গুলোতে ফুল
ফুটেছে…..খুব কবিতা লেখার ইচ্ছে হলো কিন্তু
কি লিখবো কিছুই আসে না মাথায় …. হটাৎ শুনি
নুপূরের আওয়াজ পাশের বাড়ির ছাদে, হাঁ করে তাকিয়ে
থাকি …. রূপকথার গল্পে পড়া পরীর মত সুন্দর
একটি মেয়ে যেন ভেসে বেড়াচ্ছে ছাদের ওপর ।
আর রং বেরঙ্গের প্রজাপতী উড়ছে ওর চার দিকে ।
বিকেলের আকাশ হাসছে, বাতাস ওকে ছুঁয়ে
ওর শরীরের গন্ধ মেখে আমাকে জড়িয়ে ধরছে ।
সমস্ত প্রকৃতিটাই রূপকথা হয়ে গেছে….কেমন যেন
ঘোরের মধ্যে ও কে ডেকে জিগ্যেস করলাম……
" তোমার নাম কি ?" মিষ্টি সুরের বীণা আর জলতরঙ্গের
মতো উত্তর ভেসে এলো " আমি কবিতা, তুমি আমার
বন্ধু হবে ?"……..
নিমেষের মধ্যে সব কিছু পাল্টে গেলো, আকাশ থেকে
হীরের চুমকীর মতো তারারা ঝরে পড়ছে আমাদের
ওপর, আমার সব স্বপ্ন গুলো পরী হয়ে আকাশ থেকে নেমে
এলো, আমাদের দুজনের হাত ধরে উড়িয়ে নিয়ে
চললো নীল আকাশের বুকে দূরে বহু দূরে ।

আমি আমার কবিতাকে খুঁজে পেয়েছি …………….
 
Last edited by a moderator:
****** কিশোর মন ********

সবে গোঁফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের ওপর,
তাই কতবার আয়নায় মুখ দেখি নিজের, চুলটা
চেষ্টা করি কোনো পরিচিত নায়কের মত করতে ।
একটু লুকিয়ে ফরসা হওয়ার ক্রীমও মুখে মাখি ।
বুঝতে পারছিনা কি যেন হয়েছে আমার ।
সারা দিন মনের মধ্যে উরু উরু ভাব, সব কিছু আজ
সুন্দর আমার চোখে, শরতের নীল আকাশ, পেঁজা তুলোর
মত মেঘ, পাখীদের কিচির মিচির সব কিছু
ভাল লাগছে, চুপি চুপি বলি সকালের কাক গুলোকেও
কেমন যেন কোকিলের মত লাগছিলো ।
পড়া শোনা থেকে মন উড়ে গেছে..কি যে হলো ।
এক দিন ছাদে ঘুরে বেড়াচ্ছি ,টব গুলোতে ফুল
ফুটেছে…..খুব কবিতা লেখার ইচ্ছে হলো কিন্তু
কি লিখবো কিছুই আসে না মাথায় …. হটাৎ শুনি
নুপূরের আওয়াজ পাশের বাড়ির ছাদে, হাঁ করে তাকিয়ে
থাকি …. রূপকথার গল্পে পড়া পরীর মত সুন্দর
একটি মেয়ে যেন ভেসে বেড়াচ্ছে ছাদের ওপর ।
আর রং বেরঙ্গের প্রজাপতী উড়ছে ওর চার দিকে ।
বিকেলের আকাশ হাসছে, বাতাস ওকে ছুঁয়ে
ওর শরীরের গন্ধ মেখে আমাকে জড়িয়ে ধরছে ।
সমস্ত প্রকৃতিটাই রূপকথা হয়ে গেছে….কেমন যেন
ঘোরের মধ্যে ও কে ডেকে জিগ্যেস করলাম……
" তোমার নাম কি ?" মিষ্টি সুরের বীণা আর জলতরঙ্গের
মতো উত্তর ভেসে এলো " আমি কবিতা, তুমি আমার
বন্ধু হবে ?"……..
নিমেষের মধ্যে সব কিছু পাল্টে গেলো, আকাশ থেকে
হীরের চুমকীর মতো তারারা ঝরে পড়ছে আমাদের
ওপর, আমার সব স্বপ্ন গুলো পরী হয়ে আকাশ থেকে নেমে
এলো, আমাদের দুজনের হাত ধরে উড়িয়ে নিয়ে
চললো নীল আকাশের বুকে দূরে বহু দূরে ।
আমি আমার কবিতাকে খুঁজে পেয়েছি …………….
Wow
 
****** কিশোর মন ********

সবে গোঁফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের ওপর,
তাই কতবার আয়নায় মুখ দেখি নিজের, চুলটা
চেষ্টা করি কোনো পরিচিত নায়কের মত করতে ।
একটু লুকিয়ে ফরসা হওয়ার ক্রীমও মুখে মাখি ।
বুঝতে পারছিনা কি যেন হয়েছে আমার ।
সারা দিন মনের মধ্যে উরু উরু ভাব, সব কিছু আজ
সুন্দর আমার চোখে, শরতের নীল আকাশ, পেঁজা তুলোর
মত মেঘ, পাখীদের কিচির মিচির সব কিছু
ভাল লাগছে, চুপি চুপি বলি সকালের কাক গুলোকেও
কেমন যেন কোকিলের মত লাগছিলো ।
পড়া শোনা থেকে মন উড়ে গেছে..কি যে হলো ।
এক দিন ছাদে ঘুরে বেড়াচ্ছি ,টব গুলোতে ফুল
ফুটেছে…..খুব কবিতা লেখার ইচ্ছে হলো কিন্তু
কি লিখবো কিছুই আসে না মাথায় …. হটাৎ শুনি
নুপূরের আওয়াজ পাশের বাড়ির ছাদে, হাঁ করে তাকিয়ে
থাকি …. রূপকথার গল্পে পড়া পরীর মত সুন্দর
একটি মেয়ে যেন ভেসে বেড়াচ্ছে ছাদের ওপর ।
আর রং বেরঙ্গের প্রজাপতী উড়ছে ওর চার দিকে ।
বিকেলের আকাশ হাসছে, বাতাস ওকে ছুঁয়ে
ওর শরীরের গন্ধ মেখে আমাকে জড়িয়ে ধরছে ।
সমস্ত প্রকৃতিটাই রূপকথা হয়ে গেছে….কেমন যেন
ঘোরের মধ্যে ও কে ডেকে জিগ্যেস করলাম……
" তোমার নাম কি ?" মিষ্টি সুরের বীণা আর জলতরঙ্গের
মতো উত্তর ভেসে এলো " আমি কবিতা, তুমি আমার
বন্ধু হবে ?"……..
নিমেষের মধ্যে সব কিছু পাল্টে গেলো, আকাশ থেকে
হীরের চুমকীর মতো তারারা ঝরে পড়ছে আমাদের
ওপর, আমার সব স্বপ্ন গুলো পরী হয়ে আকাশ থেকে নেমে
এলো, আমাদের দুজনের হাত ধরে উড়িয়ে নিয়ে
চললো নীল আকাশের বুকে দূরে বহু দূরে ।
আমি আমার কবিতাকে খুঁজে পেয়েছি …………….
কিশোর মনের সুন্দর পরিচয় আপনি ঘটিয়েছেন এখানে ,খুবই ন্যাচারাল এবং বাস্তব চিন্তা ধারা খুব সুন্দর লাগলো পড়ে
 
কিশোর মনের সুন্দর পরিচয় আপনি ঘটিয়েছেন এখানে ,খুবই ন্যাচারাল এবং বাস্তব চিন্তা ধারা খুব সুন্দর লাগলো পড়ে
তুমিতো আমার সেই কিশোর মনের কবিতা। আমাকে তুমি, তুমি করে বলবে না?
 
Top