
পড়াশোনাতে ভালো ফল করতে পারি নি,
কলেজে নতুন প্রেমের নেশায় বইপত্রে চোখ রাখার সময় পাই নি।
ক'দিন আর গোপন থাকে?
বাড়িতে জানাজানি, ফিসফাস
শাস্তি কী?
বিয়ে............
আমার পক্ষে কেউ ছিল না
তাই বিচার হয়ে গেল।
বন্ধু আর আত্মীয়রা বলল বড়লোক বাড়ির বৌ হলি, তোর ভাগ্যটা ভীষণ ভালো।
তাদের কথা বিশ্বাস করার চেষ্টা করলাম।
নানা অনুষ্ঠানের পরে এল ফুলসজ্জা, সেই প্রথম বরকে ভালো ক'রে দেখলাম।
দেখতে ভালোই
হ্যান্ডসাম বলাই যায়।
বর বড়ই ব্যস্ত, ব্যস্ত ব্যবসায়ী তো, সময় কম।
তাই গভীর রাতে কয়েকটা কথা বলার পরেই শরীরের দখল নিতে চাইল।
বরকে কি "না" বলতে আছে? সেই তো স্বামী, সেই তো মালিক।
তাই submissive বধুর মতোই আচরণ করলাম।
একটা অপরিচিত মানুষ আমাকে নগ্ন করল, তার স্পর্শে কোন ভালোবাসা অনুভব করতে পারি নি আমি।
না, আমি কুমারী ছিলাম না, পুরুষের সাথে শরীরী ভালোবাসার অভিজ্ঞতা আমার তো কলেজেই হয়েছে।
আমি জানতাম পুরুষ ছোঁয়া মানেই আগুন, সারা গায়ে কাঁটা দেওয়া একটা অনুভূতি, একটা বিদ্যুচ্চমক, শরীর মনে একটা ঝলকানি..........
কিন্তু সে সব কিছুই পেলাম না বৈধ স্বামীর প্রেমহীন স্পর্শে....
নগ্ন বুক দুটো খাবলে ধরাতে ব্যথা পেলাম, দাঁতে দাঁত চেপে সহ্য করলাম...
তারপরে সঙ্গম........
কী করব আমি?
চোখ বন্ধ ক'রে আমার প্রাক্তন প্রেমিককে ভাবতে লাগলাম, যেন এই সে
কিছুটা কাজ হল
আমার প্রবেশদ্বার সিক্ত দেখে বীর বিক্রমে লাফিয়ে পড়লেন স্বামীদেবতা,
কোথায় যেন প'ড়েছিলাম, ধর্ষণ আটকাতে না পারলে ধর্ষণ উপভোগ করা উচিত।
সেই প্রাক্তন প্রেমিককে কল্পনা ক'রে আমিও সক্রিয় হবার চেষ্টা করলাম।
কিন্তু কয়েক মিনিটেই সব শেষ।
ওয়াশরুমে ঢুকে আবার প্রেমিককে কল্পনা করতে হল।
ফিরে এসে দুজনে ঘুমিয়ে পড়লাম, কেন না আমি এখন একজন সুখী গৃহবধু।
|
| ReplyForward |


try to be happy always. .kono sobdo khuje pacchi na ki boli... but bondhu hoye achi pase... joto tuku pari...





