• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

আবহাওয়া

Boy Friend

Epic Legend
**** আবহাওয়া *****

আবহাওয়া বদলে গেছে ,
এখন আর ছয় ঋতু নয়
তিন ঋতুর খেলা .....
গ্রীষ্ম আর বর্ষা হাতে হাত ধরে
খুঁজে বেড়ায় শীত কে i
এখন আসার কথা মৌসুমী বাতাস
এসে হাজির পূবের বাতাস i
গঙ্গা আর সাগর থেকে
ইলিশের দল উধাও ,
আশ্রয় নিয়েছে পদ্মার বুকে i
চাষীদের মাথায় হাত ,
বর্ষায় নামে না বৃষ্টি
শুধু প্যাচপ্যাচে গরম i
আবহাওয়া বদলে গেছে ,
শান্তির বদলে সন্ত্রাস ,
পর্যটন বাসে একটি
গ্রেনেডের বিস্ফোরণ i
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে
ছিন্ন বিছিন্ন দেহ .....
যেখানে প্রজাপতিরা এখনো খুঁজে বেড়ায়
হারিয়ে যাওয়া শরত হেমন্ত আর বসন্তকে ....
পায় না খুঁজে ,
আবহাওয়া বদলে গেছে .........
 
**** আবহাওয়া *****

আবহাওয়া বদলে গেছে ,
এখন আর ছয় ঋতু নয়
তিন ঋতুর খেলা .....
গ্রীষ্ম আর বর্ষা হাতে হাত ধরে
খুঁজে বেড়ায় শীত কে i
এখন আসার কথা মৌসুমী বাতাস
এসে হাজির পূবের বাতাস i
গঙ্গা আর সাগর থেকে
ইলিশের দল উধাও ,
আশ্রয় নিয়েছে পদ্মার বুকে i
চাষীদের মাথায় হাত ,
বর্ষায় নামে না বৃষ্টি
শুধু প্যাচপ্যাচে গরম i
আবহাওয়া বদলে গেছে ,
শান্তির বদলে সন্ত্রাস ,
পর্যটন বাসে একটি
গ্রেনেডের বিস্ফোরণ i
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে
ছিন্ন বিছিন্ন দেহ .....
যেখানে প্রজাপতিরা এখনো খুঁজে বেড়ায়
হারিয়ে যাওয়া শরত হেমন্ত আর বসন্তকে ....
পায় না খুঁজে ,
আবহাওয়া বদলে গেছে .........
সত্যি এটা নিয়ে লেখার প্রয়োজন ছিল।
*A_AICS
 
Top