• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Meghnad

    মহারাজা, তোমারে সেলাম!!

    শুভ জন্মদিন, মানিকবাবু। ১০৩তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাই তোমায়, ঠিক সূর্যোদয়ের লগ্নে। যাকে আমি আমার বুকের ভেতর ধারণ করি। কখনও কোলকাতা গেলে গড়পার যাব। ১০০/এ, গড়পার লেন বাড়িটার সামনে দাঁড়িয়ে একাই একটা সিগারেট ধ্বংস করব। মনে মনে বলব, "গুরু, আপনি ছিলেন বলেই আমি ছিলাম।"
  2. Meghnad

    Happy Birthday To The Most Handsome Man In The Planet

    David Beckham The man every man envies Happy birthday to the most handsome man, A mythical person who defines masculine sexiness. Now I know what it means by "Bend it like Beckham"
  3. Meghnad

    রজনী, হইসনা অবসান...

    কত নিশি পোহাইলো মনের আশা মনে রইলোরে কেন বন্ধু আসিলোনা? জুড়ায়না পরান আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন... ও রজনী, হইসনা অবসান...
  4. Meghnad

    কি করিলে বল, পাইব তোমারে? রাখিব আঁখিতে, আঁখিতে...

    মায়া বলেছিলে তুমি, মোহ কিংবা মায়া অথবা দুটোই। হতেই পারে। জানি না আমি, কিন্তু মানতে চাই নি। মায়া যদি হয়ই, তোমার চোখেরই হোক। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়...
  5. Meghnad

    স্ববসাধনা

    সাধক হবার খুব ইচ্ছে ছিল। শব সাধক। মড়া নিয়ে সাধনা করব, জ্যান্তকে মেরে সাধনা করে নিজেই আবার জ্যান্ত করব। অনেক কিছু অর্জন হবে। পুরোটাই বিলিয়ে দেব। কিচ্ছু জমিয়ে রাখব না। আমি একদিন সাধক হব, দেহতত্ত্ব নিয়ে সাধনা করব। এর সাথে অলৌকিকতা হিসেবে মনস্তত্ত্বকে জুড়ে দেব। লোকে পাগল সাধু বলবে, অলোকে ভুতভন্ড...
  6. Meghnad

    Paper Balloon

    When I am writing this letter, an exhausted pen is feeling like a pencil in the verge of breaking its nib because of the pressure of emotion on the back of it mostly depicted to the people as the little rubber. We right as we talk. We talk in our mind often when there is love but there ain't...
  7. Meghnad

    তুমি আমায় ঘিরে...

    বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধ মেখে থাকতে... এসে বইসো আমার হৃদয়-মন্দিরে...
  8. Meghnad

    টেবিলের পাশের বাস্কেট থেকে...

    আজকে একটা নতুন তথ্য জানলাম, আকাশের রঙ নাকি বেগুনী। যদিও রঙের সাথে আমার কোনও কিছুকে সম্পর্কিত করতে ইচ্ছে করে না। অর্থাৎ অশুভ-শুভ, ভাল মন্দ এরম কোনও ধারণা আসে না। তাও কেন যেন আকাশের রঙ বেগুনী শুনে এরকম একটা ধারণা মনের মধ্যে জন্মালো। আসলে ঘোরের মধ্যে থাকলে আমরা সেটাই চোখে দেখি যেটা দেখতে ইচ্ছে করে...
  9. Meghnad

    You just fly, I am watching

    An Origami Paper Bird: A symbol that narrates that I am watching you, observing every movements & I will be there whenever you need me. You just keep flying the way you wish.
  10. Meghnad

    ধ্বংস করেও আনন্দ

    চলে যাওয়া সময়, চলে যাওয়া জীবনের অংশ। হারিয়ে গেছে। অনেক কিছু নিয়ে গেছে, স্মৃতি রেখে গেছে৷ হয়তো আরও বেশি কিছুও রেখে গেছে৷ যা বাকি আছে, যা আসছে, তা সুস্থতাপূর্ণ হোক। বাজে সময়গুলোতে ধৈর্য্য থাকুক অটুট। ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা৷ আকাশের ক্যানভাসে বিষ্ফোরক, আর মনের ক্যানভাসে তুমি, শরীরে মাখা...
  11. Meghnad

    মস্তিষ্কপ্রসূত বর্জ্য

    ঘুম না আসার পরেও চোখের পাতার ভিতর গরম ভাপ অনুভব হয়। চোখের নিচের পাতার পাপড়িগুলো কেমন খটখটে মনে হয়। ছেলেবেলায় দুপুরবেলায় সবাই ঘুমিয়ে পড়লে বারান্দায় লুকিয়ে লুকিয়ে খেলতাম। মায়ের শাড়িতে মাড় দিয়ে শুকোতে দেয়া সেখানে। কেমন শক্ত মচমচে মনে হয় শাড়িটা ধরলে। চোখের নিচের পাতার পাপড়িগুলোও ঠিক তেমনি। খচখচ...
  12. Meghnad

    Idiotic Connection is Love

  13. Meghnad

    নিউরোটেনশন

    আত্মঘৃণা আত্মহত্যার চাইতেও ভয়াবহ। তবুও মানুষের আত্মঘৃণা করবার বোধ শক্তি থাকা উচিৎ। নিজের ভুল, নিজের সমস্যা খুব কম মানুষ ই বোঝে। তার চাইতেও কম মানুষ ব্যাপারটাকে স্বীকার করে। পাপকর্মের জন্য নরক নির্ধারিত। তবে মর্তে যে নরক নিজেরা বানিয়ে নিই নিজেদের মগজের ভেতরে, দৃশ্যগুলোকে রেটিনার পেছনে অবাস্তব...
  14. Meghnad

    ননসেন্স কমনসেন্স

    আমার জীবনচক্রটা ঘড়ির মত ঘুড়ছে সার্বক্ষনিক। কখনও থেমে থাকে না। মাঝে মাঝে একটু বিশ্রাম দরকার হয়। যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ে, অন্ধকারে কেউ আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে না ঘড়িটা তার কাজে ফাকি দিচ্ছে কি না, তখন ঘড়িটাও একটু ফাকি দেয় কি তার কাজে? জানি না। আমি মাঝে মাঝে ফাকি দেই। চুপ করে বসে থেকে টুপটুপ করে...
  15. Meghnad

    A Journey By Paper Boat

    I want to be a sailor but I got no ship. I got neither rudder nor any knowledge of navigation through the positions of stars. I have never used any chronometer and I never studied maps and tides. Still I want to be a sailor. I fixed a destination which can never be shown in any map. I just...
  16. Meghnad

    Walk In The Rain With The Divine Goddess

    আর কতটা ভালবাসলে আমাকে প্রেমিক বলে ডাকবে? আর কতটা জোড়ে বাতাস বইলে আমায় জড়িয়ে ধরবে? কোন নামে ডাকলে তুমি আমার কাছে আসবে?
  17. Meghnad

    Worshiping Of Devine Goddess

    I would have chosen you over air. When people cannot but breath air, I cannot but kiss you. The respiratory system though which I live...
  18. Meghnad

    A Glimpse Of Devine Goddess In The Darkness Of Life

    আমার জীবনের শুকনো দীপে আলো জ্বালানো তুমি অন্ধকারকে ঘুচিয়ে, প্রদীপের উত্তাপে শৈত্য দূর করে দিয়েছো। আমি সর্বক্ষণ আমার দু হাত দিয়ে আগলে রাখি যেন কোনও দমকা ঠান্ডা বাতাস তোমার জ্বালানো এই প্রদীপ নিভিয়ে না দিতে পারে।
  19. Meghnad

    Final Oblation

    The hand of clock that indicates seconds The hourglass that counts time through sands; The setting sun lost behind the clouds The laughter of owl which made the moonlight loud; The light of lantern that creates shadow The melody of violin echoing sorrow & The beating heart pumping in hollow The...
  20. Meghnad

    Scattered Sketch S1

    I would have loved it if I was a straw floating on water but don't know how I became a bag of fiber. Sometimes I am like cotton, I get wet and make myself drown in my own thoughts. You can build a bridge over the mightiest river in this world but what can build a dam against the flow of...
Top