অস্তিত্বহীন অম্বু
ভূত
তুমি চলে যাওয়ার পর থেকে
আমার ঘরটি এক অদ্ভুত শব্দে ভরেছে—
নিঃশব্দতা।
ঘড়ির কাঁটাগুলো এখন কাঁদে
দেয়ালে আঘাত করে,
আর আমি হয়তো সেই কান্না
শুনতে শুনতে
অন্ধকারে একাকার।
তোমার চায়ের কাপে
আমার ঠোঁটের স্মৃতি লেগে থাকে,
আর আয়নায় আমি দেখি
তুমিই ফিরে আসছ না।
প্রতিটি সন্ধ্যা নামে
তোমার না-থাকার ভারে,
একটি নীরব সেতু
অনন্ত সমঝোতা আর
অসমাপ্ত প্রেমের মাঝে।
আমি জানি, হয়তো ফিরবে না,
তবু এই ফাঁকা ঘরটিকে
তোমার জন্যেই রেখে দিয়েছি
আলো না জ্বেলে,
দরজা না বন্ধ করে।
কারণ, এই শূন্যতাই এখন
তোমার একমাত্র উপস্থিতি।
@InkyWhispers @Illusion @Sherl0ck @mou4 @Uronchondi @22SAS
ভূত
তুমি চলে যাওয়ার পর থেকে
আমার ঘরটি এক অদ্ভুত শব্দে ভরেছে—
নিঃশব্দতা।
ঘড়ির কাঁটাগুলো এখন কাঁদে
দেয়ালে আঘাত করে,
আর আমি হয়তো সেই কান্না
শুনতে শুনতে
অন্ধকারে একাকার।
তোমার চায়ের কাপে
আমার ঠোঁটের স্মৃতি লেগে থাকে,
আর আয়নায় আমি দেখি
তুমিই ফিরে আসছ না।
প্রতিটি সন্ধ্যা নামে
তোমার না-থাকার ভারে,
একটি নীরব সেতু
অনন্ত সমঝোতা আর
অসমাপ্ত প্রেমের মাঝে।
আমি জানি, হয়তো ফিরবে না,
তবু এই ফাঁকা ঘরটিকে
তোমার জন্যেই রেখে দিয়েছি
আলো না জ্বেলে,
দরজা না বন্ধ করে।
কারণ, এই শূন্যতাই এখন
তোমার একমাত্র উপস্থিতি।
@InkyWhispers @Illusion @Sherl0ck @mou4 @Uronchondi @22SAS





















Reactions: Honey bunch