নীরব বিরহ
By- Rambo002(ছদ্মনাম)
তুমি গেলে আজও ঘরটা ভিজে রইল নিঃশ্বাসে,
চুপচাপ দেয়াল শোনে নাম তোমার আশ্বাসে।
চায়ের কাপে জমে থাকে বিকেলের ছায়া,
ভুলতে পারিনা তোমার চোখের সেই অপূর্ব এক মায়া।
পথের ধুলো চেনে আজও পায়ের ছন্দধ্বনি,
রাত জেগে থাকি আর ঘুমে তোমারই রূপখানি।
চিঠির ভাঁজে আটকে আছে না-বলা যত কথা,
পড়তে গিয়ে চোখে নামে নিঃশব্দ এক ব্যথা।
আমিও জানি ফেরা নেই, সেই পুরনো দিনগুলোই,
তবু মন খোঁজে তোমায়-অভ্যাসের ভুলগুলোই।
ভালোবাসা বেঁচে থাকুক দূরত্বের আলোয়,
বিরহ শেখায় যেন নীরবে থাকা ভালোয়।।
By- Rambo002(ছদ্মনাম)
তুমি গেলে আজও ঘরটা ভিজে রইল নিঃশ্বাসে,
চুপচাপ দেয়াল শোনে নাম তোমার আশ্বাসে।
চায়ের কাপে জমে থাকে বিকেলের ছায়া,
ভুলতে পারিনা তোমার চোখের সেই অপূর্ব এক মায়া।
পথের ধুলো চেনে আজও পায়ের ছন্দধ্বনি,
রাত জেগে থাকি আর ঘুমে তোমারই রূপখানি।
চিঠির ভাঁজে আটকে আছে না-বলা যত কথা,
পড়তে গিয়ে চোখে নামে নিঃশব্দ এক ব্যথা।
আমিও জানি ফেরা নেই, সেই পুরনো দিনগুলোই,
তবু মন খোঁজে তোমায়-অভ্যাসের ভুলগুলোই।
ভালোবাসা বেঁচে থাকুক দূরত্বের আলোয়,
বিরহ শেখায় যেন নীরবে থাকা ভালোয়।।



