• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Bhoot
Reaction score
1,762

Profile posts Latest activity Postings About Badges

  • অস্তিত্বহীন অম্বু
    ভূত

    তুমি চলে যাওয়ার পর থেকে
    আমার ঘরটি এক অদ্ভুত শব্দে ভরেছে—
    নিঃশব্দতা।

    ঘড়ির কাঁটাগুলো এখন কাঁদে
    দেয়ালে আঘাত করে,
    আর আমি হয়তো সেই কান্না
    শুনতে শুনতে
    অন্ধকারে একাকার।

    তোমার চায়ের কাপে
    আমার ঠোঁটের স্মৃতি লেগে থাকে,
    আর আয়নায় আমি দেখি
    তুমিই ফিরে আসছ না।

    প্রতিটি সন্ধ্যা নামে
    তোমার না-থাকার ভারে,
    একটি নীরব সেতু
    অনন্ত সমঝোতা আর
    অসমাপ্ত প্রেমের মাঝে।

    আমি জানি, হয়তো ফিরবে না,
    তবু এই ফাঁকা ঘরটিকে
    তোমার জন্যেই রেখে দিয়েছি
    আলো না জ্বেলে,
    দরজা না বন্ধ করে।

    কারণ, এই শূন্যতাই এখন
    তোমার একমাত্র উপস্থিতি।

    @InkyWhispers @Illusion @Sherl0ck @mou4 @Uronchondi @22SAS
    criss cross
    criss cross
    তুমি নেই, তবু আছো প্রতিটি শ্বাসে,
    আমার নিঃশব্দ রাতের নরম নিস্তব্ধতায়।
    অন্ধকারের ভেতরও তোমার আলো জ্বলে,
    চোখ বন্ধ করলেই তোমার ছায়া মিশে যায় কণ্ঠস্বরে।

    চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালেই মনে হয়—
    তুমি বসে আছো, ঠিক সামনেই কোথাও।
    আয়নার ভেতরেও আমি তোমাকেই খুঁজি,
    কারণ অনুপস্থিতি তোমাকেই আরও কাছে টেনে আনে।

    প্রতিটি ঘড়ির কাঁটা বাজে শুধু তোমার নামে,
    প্রতিটি সন্ধ্যা নামে তোমার না-থাকার অন্ধকারে।
    তবু আমি আলো নিভাই না, দরজা বন্ধ করি না,
    কারণ এই অপেক্ষাই আমার সবচেয়ে প্রিয় উপহার।

    হয়তো তুমি ফিরবে না আর কোনোদিন,
    তবু আমি জানি—
    ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
    ভালোবাসা মানে দূরত্বেও চিরকাল তোমায় বাঁচিয়ে রাখা।

    *শুভ*
    • Love
    Reactions: Bhoot
    অনেক সময় বোকা হওয়া টাই বেশি সুখপ্রদ হয়, চালাকির মাথা দিয়ে বা ইন্টিউশন দিয়ে কিছু বিচার করতে পারা টা নির্ভুল না হলে ও ভুল যে হতে পারে, তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। কিছু জিনিস মনের আওতায় থাকে, যেগুলো মাথা দিয়ে কন্ট্রোল করা অসম্ভব হয়, মন তা কিছুতেই হতে দিতে চায় না। মন আর মাথার যুদ্ধে, মাথা জিতে যেতে পারলে সুখের দরজা খুলতে পারে, কিন্তু অধিকাংশ সময় মনের আর মাথার যুদ্ধে, মাথা কেই নতি স্বীকার করতে হয়। তবুও যুদ্ধ চালিয়ে যেতে হয়।

    Whispers of the Heart
    Bhoot


    In twilight’s glow, your hand in mine,
    A touch so soft, so sweet, divine.

    The stars above, they dance and gleam,
    Reflecting love in silver stream.

    Your laughter sings a melody,
    That stirs my soul so tenderly.

    Each glance you give, so warm, so bright,
    Ignites my world with golden light.

    Through every storm, through every hue,
    My heart remains still bound to you.

    For in your eyes, I’ve found my home,
    A love so deep, it overflows.

    So take my hand, and walk with me,
    Through endless days and nights so free.

    For in your arms, I’ve come to see—
    The greatest love was meant to be.
    হিজি বিজি

    গল্প ভাষাই কাগজ নায়ে, জমে থাকা শেওলা জলে,
    আপাদ মস্তক দিচ্ছি পাড়ী, পার আমি হবো বলে।।

    মনে মেঘের চাঁই জমেছে, ঢাকতে আবেগ ঘন,
    বৃষ্টি হতে পারত তারা, হয়তো হতো সুখের নির্বাসন ও।।

    ©ভূত​
    ছোট্ট একটা এক তরফা অনুভূতির গল্প, বানান অনেক ভুল থাকতে পারে, লেখার ভাষা ও এক ঘেঁয়ে লাগলে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী।

    Screenshot_2025-06-25-11-03-52-02.jpgScreenshot_2025-06-25-11-04-44-82.jpgScreenshot_2025-06-25-11-05-04-45.jpg
    Screenshot_2025-06-25-11-05-17-78.jpg
    Short Love Story
    Screenshot_2025-06-25-09-17-29-45.jpgScreenshot_2025-06-25-09-17-59-78.jpgScreenshot_2025-06-25-09-18-45-41.jpgScreenshot_2025-06-25-09-19-06-47.jpg
    কাব্য যখন তোমার পাতায় শেষ পৃষ্ঠা,
    আমার গল্প বলার অনেক ছিল, বৃথাই চেষ্টা।।

    নিজের বুকে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি,
    আমার প্রান্তে সবই ছিল, তুমি ই দিলে ফাঁকি।।

    নিজের হাতেই তুলে নিলাম নিজের বিনাশ কার্য,
    কখনও কখনও মহান ভাবি, কখনও বা কদর্য।।

    হয়তো আর বলবো না কিছু, জানবে না মনের কথা,
    তুমি মানুষ আসলেই ভালো, সহজ, সরল, সাদা খাতা।।

    এ আমার চির অভ্যেস, আমি স্তন্ধ করতে পারি নিজ মন,
    তোমরা অভিমানী, তোমরা সরল , তোমাদের জন্য না এই কঠিন জীবন।।
    ©ভূত
    I'm thinking of starting to write stories in the form of series. In which language should I write ? Which language should i choose Bengali/English ? Vote please.
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top