পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।
সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।
সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন



