• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

স্মৃতিমাখা পৌষ: শেকড়ের টানে পিঠে পার্বণ

পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।


সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
 
পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।


সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
বাঙালির প্রাণের উৎসব পিঠে-পুলি আর আপনার এই মিষ্টি কবিতা—দুটো মিলে শীতটা যেন জমে গেল!
Awesome Intelligence
 
পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।


সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
বাহ খুব সুন্দর ও সরল ভাষায় লিখেছো, এবার তো পরে পিঠে খেতে ইচ্ছে করছে, একদিন তো খাওয়াতেই পারতে ।।
 
পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।


সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
ছেলেবেলার স্মৃতিচারণ হয়ে গেলো, তোমার কবিতা পড়ে। অপূর্ব লিখেছ।
শুভ পৌষ পার্বনের অনেক অনেক অভিনন্দন আর শুভ কামনা জানাই।
1000478826.jpg
 
পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
সুখের নদী বইতে থাকুক সারা জীবন ধরে।


সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
:whistle::clapping:
 
বাঙালির প্রাণের উৎসব পিঠে-পুলি আর আপনার এই মিষ্টি কবিতা—দুটো মিলে শীতটা যেন জমে গেল!
Awesome Intelligence
আমি খুব খুশি যে আমার কথাগুলো তোমার হৃদয়ে তুলে ধরতে পেরেছে।
 
বাহ খুব সুন্দর ও সরল ভাষায় লিখেছো, এবার তো পরে পিঠে খেতে ইচ্ছে করছে, একদিন তো খাওয়াতেই পারতে ।।
Chole asho tahole , nijer hate baniye khaya bo
 
ছেলেবেলার স্মৃতিচারণ হয়ে গেলো, তোমার কবিতা পড়ে। অপূর্ব লিখেছ।
শুভ পৌষ পার্বনের অনেক অনেক অভিনন্দন আর শুভ কামনা জানাই।
View attachment 398651
আমি খুব খুশি যে আমার কথাগুলো , তুমি এটা এত গভীরভাবে অনুভব করেছো।
 
পৌষের ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
স্মৃতির ঘরে আল্পনা দেয় মায়ের আলতা পা।
নতুন ধানের গন্ধে ব্যাকুল গ্রামের মেঠো পথ,
খুশির জোয়ারে ভাসছে আজ বাঙালির জয়রথ।
উনুন ধারে ধোঁয়া ওঠে, পিঠের মিষ্টি ঘ্রাণ,
সবার তরে উজার করা দিদিমার ওই টান।
দুধ-পুলি আর মালপোয়াতে তৃপ্ত ভরা মন,
এক সুতোতে বাঁধা থাকুক আমার আপনজন।
হারিয়ে যাওয়া শৈশবটা ফিরে আসুক আজ,
মুছে যাক সব মলিনতা আর যত লোকলাজ।
খেজুর রসের হাঁড়ি হাতে সেই যে শীতের ভোর,
ছাড়িয়ে আসুক অন্ধকার আর কাটুক রাতের ঘোর।
ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে নিই আজ সব,
শহর জুড়েও বাজুক এবার পিঠের কলরব।
পৌষ পার্বণের পুণ্য তিথি আসুক সবার ঘরে,
 
এরকম পোস্ট পেতে কার না মন চায়, আগামী তে আশা করি আরো পোস্ট আসবে এই ধরনের ☺️✨
হ্যাঁ, আমি চেষ্টা করবো আমরা লেখা গুলো এই ভাবেই মনে ছুঁয়ে যাওয়া।
 
Top