জীবনে মাঝে মাঝে মানুষ একটা কথাও না বলে আলাদা হয়ে যায়। না ঝগড়া, না অভিযোগ। কথাবার্তা থেমে যায়।
এটা অদ্ভুত যে, যে ব্যক্তি একসময় আমাদের খুব কাছের ছিল, আজ কেবল লাইক আর কমেন্টের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই নিজস্ব কারণ থাকে। আর আমি সেই কারণগুলোকে সম্মান করি।
এই পোস্টটি কাউকে দোষারোপ করার জন্য নয়। আমি শুধু বলতে চাই যদি তোমার কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছা করে, আমি এখনও আগের মতোই আছি। কোন অভিযোগ ছাড়াই।
কিছু সম্পর্ক কথার মাধ্যমে নয়, বোঝার মাধ্যমে টিকে থাকে।



