
এই বরফের পাহাড়, এ কেমন মায়া,
যেন তোমারই শীতল, শান্ত স্নিগ্ধ ছায়া।
আকাশের বুক জুড়ে সাদা মেঘের সারি,
আমার স্বপ্নেতে তুমি, বেঁধেছো ঘরবাড়ি।
সূর্যের আলো এসে বরফেতে মেশে,
যেমন আমার জীবন তোমার ভালোবাসে।
পথ বেঁকে চলে গেছে, দূর ঐ প্রান্তরে,
তবু যেন সেই পথেই তোমাকে খুঁজে ফেরে।
বাতাসেতে কাঁপে শুধু নিঃশব্দ সুর,
তোমারই কারণে সব বেদনাও সুদূর।
ঐ ধবল চূড়া যেন করেছে আরাধনা,
তুমি আমি একাকার, নেই কোনো বারণা।
এ দৃশ্য সাক্ষী হোক, হৃদয়ের গোপন কথার,
যেখানে জমেই আছে অটুট মমতায় গাঁথা।
তুমি থেকো পাশে শুধু, এই বরফের মতো,
শুদ্ধ, পবিত্র আর চিরন্তন যত।


