• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ডুরে শাড়ি

Boy Friend

Epic Legend
***** ডুরে শাড়ি******

এবার পুজোয় কি নিবি বল
নাকছাবি না ঝুমকো দুল ?
এখন আমি কি দি তোকে
শিশির ভেজা শিউলি ফুল ?

নীল আকাশে শারদ মেঘে
তোর নামটা লিখি হংস পাখায় ,
পাছা পেরে ডুরে শাড়ি
তোর শরীরে বেশ মানায় ।

যখন তুই ছুটে বেড়াস
কাশ ফুলের ওই বনটাতে ,
পথের পাচালীর দূর্গা হয়ে
থেকে যাস আমার মনটাতে ।

তুই যে আমার নীল আকাশ
শিউলি ফোটা সকাল বেলা,
সবুজ বনের ফুলের মেলা
সাগর বুকের ঢেউয়ের দোলা ।

এবার পুজোয় দেবো তোকে
শিউলি ফুলের নাকছাবি ,
পাছা পেরে ডুরে শাড়ি
আর আমার মনের জল ছবি ...
 
***** ডুরে শাড়ি******

এবার পুজোয় কি নিবি বল
নাকছাবি না ঝুমকো দুল ?
এখন আমি কি দি তোকে
শিশির ভেজা শিউলি ফুল ?

নীল আকাশে শারদ মেঘে
তোর নামটা লিখি হংস পাখায় ,
পাছা পেরে ডুরে শাড়ি
তোর শরীরে বেশ মানায় ।

যখন তুই ছুটে বেড়াস
কাশ ফুলের ওই বনটাতে ,
পথের পাচালীর দূর্গা হয়ে
থেকে যাস আমার মনটাতে ।

তুই যে আমার নীল আকাশ
শিউলি ফোটা সকাল বেলা,
সবুজ বনের ফুলের মেলা
সাগর বুকের ঢেউয়ের দোলা ।

এবার পুজোয় দেবো তোকে
শিউলি ফুলের নাকছাবি ,
পাছা পেরে ডুরে শাড়ি
আর আমার মনের জল ছবি ...
ছোটো ছোটো কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে।
*A_AICS
 
Top