বহু আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় সরস্বতী পূজার। বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে বিদ্যার দেবী পলাশপ্রিয়া সরস্বতীর আরাধনায় মেতে ওঠে বিদ্যার্থীরা। সরস্বতী পুজোর দিনে এই বছর আবার ভ্যালেন্টাইন্স ডে। তাই দ্বিগুন মজায় মেতে উঠবেন যুবক যুবতীরা।


সরস্বতী পুজোয় সাজতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পুজোর দিন নানা রঙের শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠে আপামর বাঙালি। সঙ্গে চলতে থাকে পুজো আয়োজন। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তাঁরা।


সরস্বতী পুজোয় সাজতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি পুজোর দিন নানা রঙের শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠে আপামর বাঙালি। সঙ্গে চলতে থাকে পুজো আয়োজন। শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তাঁরা।