• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

পাগলী

Boy Friend

Epic Legend
****পাগলী*****

এই পাগলী তুই কথা দিলি
গঙ্গা পাড়ে যাবি,
চলনা আজ আমার সাথে
ফুচকা খাবি ।
তোর কথাতে স্কুল পালিয়ে
মেলায়ে গেছি,
ধরা পরে মায়ের হাতে
মার খেয়েছি ।
তোর কথাতে অংক কষার
পাতা ছিরে,
তোকে আমার মনের কথা
সব লিখেছি ।
তোকে আমি পাগলী বলে
ডাকি যখন,
আমায় তুই মারতে তারা
করিস তখন ।
আজ তোর মনের মাঝে কি হলো?
ডেকে ডেকে বলছিস
আমায় পাগলী বলো ?
সত্যি তুই আমার পাগোল
মনের পাগলী মেয়ে,
থাকিস আমার জীবন জুড়ে
পাগলী হয়ে ।
****** *********
 
****পাগলী*****

এই পাগলী তুই কথা দিলি
গঙ্গা পাড়ে যাবি,
চলনা আজ আমার সাথে
ফুচকা খাবি ।
তোর কথাতে স্কুল পালিয়ে
মেলায়ে গেছি,
ধরা পরে মায়ের হাতে
মার খেয়েছি ।
তোর কথাতে অংক কষার
পাতা ছিরে,
তোকে আমার মনের কথা
সব লিখেছি ।
তোকে আমি পাগলী বলে
ডাকি যখন,
আমায় তুই মারতে তারা
করিস তখন ।
আজ তোর মনের মাঝে কি হলো?
ডেকে ডেকে বলছিস
আমায় পাগলী বলো ?
সত্যি তুই আমার পাগোল
মনের পাগলী মেয়ে,
থাকিস আমার জীবন জুড়ে
পাগলী হয়ে ।
****** *********
আরে বাহ দারুন একটা কবিতা পাগলী কে নিয়ে আমি তো নেচে নেচে কবিতা টা পড়লাম । :rock:
 
আরে বাহ দারুন একটা কবিতা পাগলী কে নিয়ে আমি তো নেচে নেচে কবিতা টা পড়লাম । :rock:
তুমি আমার পাগোল মনের
পাগলী মেয়ে,
থেকো আমার ফোরাম জুড়ে
পাগলী হয়ে।
 
****পাগলী*****

এই পাগলী তুই কথা দিলি
গঙ্গা পাড়ে যাবি,
চলনা আজ আমার সাথে
ফুচকা খাবি ।
তোর কথাতে স্কুল পালিয়ে
মেলায়ে গেছি,
ধরা পরে মায়ের হাতে
মার খেয়েছি ।
তোর কথাতে অংক কষার
পাতা ছিরে,
তোকে আমার মনের কথা
সব লিখেছি ।
তোকে আমি পাগলী বলে
ডাকি যখন,
আমায় তুই মারতে তারা
করিস তখন ।
আজ তোর মনের মাঝে কি হলো?
ডেকে ডেকে বলছিস
আমায় পাগলী বলো ?
সত্যি তুই আমার পাগোল
মনের পাগলী মেয়ে,
থাকিস আমার জীবন জুড়ে
পাগলী হয়ে ।
****** *********
Khub sundar lekha.....pagli lekha ta dekhe "pagli Tomar jonno' joy Goswami kobita mone porlo.....
 
****পাগলী*****

এই পাগলী তুই কথা দিলি
গঙ্গা পাড়ে যাবি,
চলনা আজ আমার সাথে
ফুচকা খাবি ।
তোর কথাতে স্কুল পালিয়ে
মেলায়ে গেছি,
ধরা পরে মায়ের হাতে
মার খেয়েছি ।
তোর কথাতে অংক কষার
পাতা ছিরে,
তোকে আমার মনের কথা
সব লিখেছি ।
তোকে আমি পাগলী বলে
ডাকি যখন,
আমায় তুই মারতে তারা
করিস তখন ।
আজ তোর মনের মাঝে কি হলো?
ডেকে ডেকে বলছিস
আমায় পাগলী বলো ?
সত্যি তুই আমার পাগোল
মনের পাগলী মেয়ে,
থাকিস আমার জীবন জুড়ে
পাগলী হয়ে ।
****** *********
সুন্দর কবি
 
Top