• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

নতুন বছর

Boy Friend

Epic Legend
***** নব বর্ষ *******

নব বর্ষের প্রথম প্রভাতে
লাল নবারুণ উঠলো হেসে,
ভূবন ভরা আলোর ছটায়
নতুন মনের ইচ্ছে মেশে i

আজ যে আছে কাল সে অতীত
উষা হাটে নিশার সাথে,
সময় চলে স্রোতের মতো
চলবে না সে উল্টো পথে i

কি পেয়েছি কি পাইনি
শেষ বছরের হিসেব নিকেশ,
যাক না চলে পেছন পাতায়
ফেলে আসা দিনের শেষ i

রঙিন আশার হাতছানিতে
আলোর টানে মন ছোটে,
পূব আকাশে রোজ সকালে
নতুন দিনের সূর্য ওঠে i**********
**
 
***** নব বর্ষ *******

নব বর্ষের প্রথম প্রভাতে
লাল নবারুণ উঠলো হেসে,
ভূবন ভরা আলোর ছটায়
নতুন মনের ইচ্ছে মেশে i

আজ যে আছে কাল সে অতীত
উষা হাটে নিশার সাথে,
সময় চলে স্রোতের মতো
চলবে না সে উল্টো পথে i

কি পেয়েছি কি পাইনি
শেষ বছরের হিসেব নিকেশ,
যাক না চলে পেছন পাতায়
ফেলে আসা দিনের শেষ i

রঙিন আশার হাতছানিতে
আলোর টানে মন ছোটে,
পূব আকাশে রোজ সকালে
নতুন দিনের সূর্য ওঠে i************
শুভঃ নববর্ষ।
 
Top