সুখী জীবন বলে আসলে কিছু নাই। সুখের দিন বলেও কিছু নাই। নাই সুখী ঘন্টা। সুখ আসলে মুহূর্তের। দুইটা বইয়ের পাতা উল্টালেন, এক কাপ চা খেলেন। একটু বেড়িয়ে আসলেন, প্রিয়জনের সাথে সময় কাটালেন, আপনি ওই মুহূর্তেই সুখী আসলে! এর বাইরে ভাবতে গেলে হতাশই হবেন, জীবন তো দূরের কথা, দিনের হিসাব নিতে গেলেই মেলাতে পারবেন না!
সুখী মুহূর্তরা বারবার ধরা দিক জীবনে!
তাই বারে বারে খুঁজে বেড়াই সেই মুহূর্তের সন্ধানে....
তোমরা কি তাই খোঁজ করো??
সুখী মুহূর্তরা বারবার ধরা দিক জীবনে!
তাই বারে বারে খুঁজে বেড়াই সেই মুহূর্তের সন্ধানে....
তোমরা কি তাই খোঁজ করো??