মাস ঘুরতে না ঘুরতেই আবার নাম বদলে ফেলেছিলাম, এবার হয়েছিলাম ভিনদেশী তারা, চন্দ্রবিন্দুর সেই বিখ্যাত গান থেকে বেছে নিয়েছিলাম নামটা, শুরু হলো যোজোকে নতুন ভাবে চেনা, অনেকের সাথে আলাপ হয়েছিল প্রথমবার , সবার নাম ও মনে নেই তবে তারই মধ্যে যাদের নাম মনে আছে তাদের নামগুলো বলি...নিকোল, নেপচুন, মুখার্জি,দোয়েল, আরও অনেকে ছিলো সবার নাম মনে নেই ।শুরু হলো খোপের মধ্যে অবিরাম আড্ডা তবে তখনও কেও আমার সঠিক পরিচয় জানতো না, ভার্চুয়াল আড্ডাকে তখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি,কিছু সত্যি কিছু মিথ্যে নিয়ে বাস করছিলাম জোজোতে।সেই সময়ই প্রথম শুনি ইন্ট্রি আর বুড়ো দার গান, ফাজিল , বাবাই আর অরুণ বোস এর কবিতা । ভালোবাসতে শুরু করলাম জোজোর ওয়াল টাকে । এরই মাঝে কিছুদিন আমার নিজ নামেও এসেছিলাম ,একসাথে দুটো আইডি ছিলো তখন, সে আইডির কথা বলবো পরে..