View attachment 322792কিংবদন্তি সত্যজিৎ রায়, যাঁর সিনেমা এবং গল্পগুলো আজও চিরকালীন। ফেলুদা, পথের পাঁচালী, গুপী গাইন বাঘা বাইন, এই চরিত্রগুলো শুধু আমাদের জীবনের একটা অধ্যায় নয়, বরং রায় নিজেই এক মহাকাব্য। তাঁর প্রতিটি গল্প, প্রতিটি চরিত্র যেন আমাদের জীবনের অঙ্গ।
আপনার প্রিয় রায়ের চরিত্র বা গল্প কোনটি?