ANURAG19
Newbie
২৬শে জানুয়ারি আসে, তেরঙা আকাশে ওড়ে,
ইতিহাস জাগে হৃদয়ে আমাদের, বীরদের কথা স্মরে।
সেদিন হয়নি শুধু যে কেবল নিশান ওড়ানো কাজ,
পুরো ভারত পেল যে আপন শাসনের এক সাজ।
১৯৫০-এর সেই সকালে, নতুন সূর্য ওঠে,
সংবিধানের শক্তিতে দেশ, নতুন ছন্দে ছোটে।
ডক্টর আম্বেদকর লিখেছিলেন অধিকারের বাণী,
গণতন্ত্রের উৎস যেথা—সবার শ্রেষ্ঠ জানি।
কত শহীদের রক্তে রাঙা, আমাদের এই মাটি,
সীমান্তে আজও সৈনিক জাগে, দেশপ্রেম তাদের খাঁটি।
ভুলে নিজের ঘর-পরিবার, সীমান্তে দেয় প্রাণ,
তাদের জন্য সচল থাকে—দেশের মান-সম্মান।
মনে রেখো আজ সেই পরিবার, যারা দিয়েছে বিসর্জন,
বীর শহীদের শূন্য ঘরে, কাঁদে আজও প্রিয়জন।
এসো শপথ নিই সবাই মিলে, রাখব দেশের মান,
ভারত যেন সবার উপরে, গায় বিজয়ের গান।
ইতিহাস জাগে হৃদয়ে আমাদের, বীরদের কথা স্মরে।
সেদিন হয়নি শুধু যে কেবল নিশান ওড়ানো কাজ,
পুরো ভারত পেল যে আপন শাসনের এক সাজ।
১৯৫০-এর সেই সকালে, নতুন সূর্য ওঠে,
সংবিধানের শক্তিতে দেশ, নতুন ছন্দে ছোটে।
ডক্টর আম্বেদকর লিখেছিলেন অধিকারের বাণী,
গণতন্ত্রের উৎস যেথা—সবার শ্রেষ্ঠ জানি।
কত শহীদের রক্তে রাঙা, আমাদের এই মাটি,
সীমান্তে আজও সৈনিক জাগে, দেশপ্রেম তাদের খাঁটি।
ভুলে নিজের ঘর-পরিবার, সীমান্তে দেয় প্রাণ,
তাদের জন্য সচল থাকে—দেশের মান-সম্মান।
মনে রেখো আজ সেই পরিবার, যারা দিয়েছে বিসর্জন,
বীর শহীদের শূন্য ঘরে, কাঁদে আজও প্রিয়জন।
এসো শপথ নিই সবাই মিলে, রাখব দেশের মান,
ভারত যেন সবার উপরে, গায় বিজয়ের গান।