A
arunbose
Guest
****২৩ শে জানুয়ারী ****
৷৷ ।।
তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেবো.....
এই বলিষ্ঠ কণ্ঠ ছড়িয়ে পরেছিল
ভারতের আকাশে বাতাসে, উদ্বেলিত
হয়ে উঠেছিল সেদিন আসমুদ্র হিমাচল।
তুমি নেতাজী সুভাস চন্দ্র বোস তুমি
ছিলে নেতার নেতা, তুমি ছিলে
পরাধীন ভারতের ত্রাতা। তোমার
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গর্জে উঠেছিল
ভারত, ইংরেজ তুমি ভারত ছাড়ো।
আজাদ হিন্দ ফৌজের পদধ্বনিতে
কেঁপে উঠেছিল সেদিন ইংরেজ
সরকার। স্বাধীন হয়েছিল ভারতবর্ষ।
আজ তোমার ১২৬ তম জন্মদিনে
তোমাকে স্মরণ করি অবণত চিত্তে।
আমাদের মননে স্মরণে তুমি ছিলে,
তুমি আছো তুমি থাকবে চিরকাল।
জয়তু নেতাজী। লহ মোর সশ্রদ্ধ প্রণাম।
৷৷ ।।
তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেবো.....
এই বলিষ্ঠ কণ্ঠ ছড়িয়ে পরেছিল
ভারতের আকাশে বাতাসে, উদ্বেলিত
হয়ে উঠেছিল সেদিন আসমুদ্র হিমাচল।
তুমি নেতাজী সুভাস চন্দ্র বোস তুমি
ছিলে নেতার নেতা, তুমি ছিলে
পরাধীন ভারতের ত্রাতা। তোমার
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গর্জে উঠেছিল
ভারত, ইংরেজ তুমি ভারত ছাড়ো।
আজাদ হিন্দ ফৌজের পদধ্বনিতে
কেঁপে উঠেছিল সেদিন ইংরেজ
সরকার। স্বাধীন হয়েছিল ভারতবর্ষ।
আজ তোমার ১২৬ তম জন্মদিনে
তোমাকে স্মরণ করি অবণত চিত্তে।
আমাদের মননে স্মরণে তুমি ছিলে,
তুমি আছো তুমি থাকবে চিরকাল।
জয়তু নেতাজী। লহ মোর সশ্রদ্ধ প্রণাম।