কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা।
আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে,
আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন কেমন করে।
কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।।