• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

শঙ্খ চিল

Boy Friend

Epic Legend
*** শঙ্খ চিল ***

নীল সাগরের ঢেউয়ের দোলায়
শঙ্খ চিলের ডানার দোলা ,
দূর আকাশের নীলের ছটায়
মেঘ গুলো সব আপন ভোলা ।

নীলাম্বরী শাড়ি পরে
দাড়াও এসে আকাশ তলায় ,
সাত সমুদ্র ঝিলিক তোলে
তোমার হাতের পদ্ম নীলায় ।

তোমায় ছুঁয়ে বাতাস যখন
ঝাউয়ের বনে সুর তোলে ,
তারার ছায়া সাগর বুকে
ঢেউয়ের চূড়ায় মুক্তো জ্বলে ।

সাগর বেলায় তুমি যখন
ঝিনুক কুড়াও আপন মনে ,
তোমায় দেখে খুশীর হাওয়া
চাদনী রাতে ঝাউয়ের বনে …..

নীলাঞ্জনার মনের ছোঁয়ায়
আবেশে মোর চোখ যে বোঁজে ,
বাউড়ী এ মন ছুটে চলে
নীল কণ্ঠ পাখীর খোঁজে ।........
 
*** শঙ্খ চিল ***

নীল সাগরের ঢেউয়ের দোলায়
শঙ্খ চিলের ডানার দোলা ,
দূর আকাশের নীলের ছটায়
মেঘ গুলো সব আপন ভোলা ।

নীলাম্বরী শাড়ি পরে
দাড়াও এসে আকাশ তলায় ,
সাত সমুদ্র ঝিলিক তোলে
তোমার হাতের পদ্ম নীলায় ।

তোমায় ছুঁয়ে বাতাস যখন
ঝাউয়ের বনে সুর তোলে ,
তারার ছায়া সাগর বুকে
ঢেউয়ের চূড়ায় মুক্তো জ্বলে ।

সাগর বেলায় তুমি যখন
ঝিনুক কুড়াও আপন মনে ,
তোমায় দেখে খুশীর হাওয়া
চাদনী রাতে ঝাউয়ের বনে …..

নীলাঞ্জনার মনের ছোঁয়ায়
আবেশে মোর চোখ যে বোঁজে ,
বাউড়ী এ মন ছুটে চলে
নীল কণ্ঠ পাখীর খোঁজে ।........
বেশ ভালো লাগলো ।
*À_AICS
 
Top