মেঘ বালিকা পালকি চরে
যাবে মেঘের দেশে,,
সেই খুশিতে চন্দ্র-তারা
উঠলো মুচকি হেসে।।
মেঘের ভেলায় ভেসে ভেসে
করবে আলিঙ্গন,,
মেঘ বালিকা চাঁদের সাথে
করবে আলাপন।
মেঘ বালিকার আগমনে
ময়ূর পেখম মেলে,,
প্রজাপতি সব মেলে ডানা
খেলে হেলে দুলে।
চাঁদের বুড়ি চরকা কাটে
মেঘ বালিকার লাগি,,
বানিয়েছে নকশি কাথা
সারা নিশি জাগি।।

যাবে মেঘের দেশে,,
সেই খুশিতে চন্দ্র-তারা
উঠলো মুচকি হেসে।।
মেঘের ভেলায় ভেসে ভেসে
করবে আলিঙ্গন,,
মেঘ বালিকা চাঁদের সাথে
করবে আলাপন।
মেঘ বালিকার আগমনে
ময়ূর পেখম মেলে,,
প্রজাপতি সব মেলে ডানা
খেলে হেলে দুলে।
চাঁদের বুড়ি চরকা কাটে
মেঘ বালিকার লাগি,,
বানিয়েছে নকশি কাথা
সারা নিশি জাগি।।
