পাখির ডানায় লেখা ছিল যার ওড়ার কথা রোজ,
খাঁচার ভেতর ব্যস্ত এখন নিতেই সবার খোঁজ।
ছোট্টবেলার রঙিন ঘুড়ি সুতো ছিঁড়ে যায়,
সেই ছেলেটা মানুষ হলো সময়ের ইশারায়।
পেন্সিলটা হারিয়ে গেছে কলম এলো হাতে,
হিসেব মেলায় বিনিদ্র সব নিঝুম কালো রাতে।
পুতুল খেলার বয়সটাতে জীবন এলো মোড়ে,
শৈশব তার বন্দি এখন নিয়মের এই ঘরে।
সবার মুখে হাসি মেখে নিজের শহর হারায়,
সে এক পথিক চলছে একা ক্লান্ত পাড়ার পাড়ায়।
মেঘের ভাঁজে লুকাচ্ছে আজ রূপকথার সেই দেশ,
দায়িত্বটাই আসল হলো, শৈশব অবশেষ।
খাঁচার ভেতর ব্যস্ত এখন নিতেই সবার খোঁজ।
ছোট্টবেলার রঙিন ঘুড়ি সুতো ছিঁড়ে যায়,
সেই ছেলেটা মানুষ হলো সময়ের ইশারায়।
পেন্সিলটা হারিয়ে গেছে কলম এলো হাতে,
হিসেব মেলায় বিনিদ্র সব নিঝুম কালো রাতে।
পুতুল খেলার বয়সটাতে জীবন এলো মোড়ে,
শৈশব তার বন্দি এখন নিয়মের এই ঘরে।
সবার মুখে হাসি মেখে নিজের শহর হারায়,
সে এক পথিক চলছে একা ক্লান্ত পাড়ার পাড়ায়।
মেঘের ভাঁজে লুকাচ্ছে আজ রূপকথার সেই দেশ,
দায়িত্বটাই আসল হলো, শৈশব অবশেষ।