মন যে চায় তোমার কাছে,
চুপিচুপি কিছু বলতে।
তুমি বুঝবে কি আমার নীরবতা,
যেখানে ভালবাসা শুধু খেলে খেলে যায় বাতাসে।
চোখে চোখে হাজার কথা,
তবু মুখে নেই একটাও শব্দ।
ভালোবাসা কি শুধু বলা যায়?
না, তা তো শুধু অনুভব করা যায়...
চুপিচুপি কিছু বলতে।
তুমি বুঝবে কি আমার নীরবতা,
যেখানে ভালবাসা শুধু খেলে খেলে যায় বাতাসে।
চোখে চোখে হাজার কথা,
তবু মুখে নেই একটাও শব্দ।
ভালোবাসা কি শুধু বলা যায়?
না, তা তো শুধু অনুভব করা যায়...