Mr Strange
Favoured Frenzy
ব্যবহারে ভালোবাসা বোঝা যায়।ভালোবাসা বোঝা যায় ভাষার চয়নে।
রাগের মাথাতেও পারস্পরিক সম্মান বজায় রাখায়। ভালোবাসা বোঝা যায় ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ প্রদানে, যত্নে,খেয়াল রাখায়।
ভালোবাসা বোঝা যায় জড়িয়ে ধরার ধরণে।
দেখা হলে চোখের ভিতর আনন্দের তিরতিরে নদী বয়ে যাওয়ায়।
ঝড় জল বিপদে পাশে থেকে যাওয়ায়।
সকাল বেলা ঘুম থেকে উঠে আধ খোলা চোখে ফোন হাতড়ে ঘুম জড়ানো গলায় গুড মর্নিংয়ে।
সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের অভ্যাসে পরিণত হওয়ায়।
ভালোবাসা বড্ড অদ্ভুত জিনিস। না থাকলে, বলেও বোঝানো যায় না। আর থাকলে, বলার প্রয়োজনই পড়ে না...
Last edited:
