তুমি নেই ঝড়ে, নেই গর্জনে,
তুমি আছো নীরব হৃদস্পন্দনে।
ম্লান প্রদীপে, মিষ্টি হাওয়ায়,
ভালোবাসা জাগে নিঃশব্দ ছায়ায়।
না কোনো রত্ন, না কোনো রাজা,
তোমার চোখেই আমি খুঁজি সাজা।
প্রতিদিনের ক্ষুদ্র মুহূর্তে,
ভালোবাসা খোঁজে নিজের সূত্রে।
হাতের স্পর্শ, চোখের ইশারা,
তাতেই লুকিয়ে থাকে অগাধ ধারা।
ঝড়–বৃষ্টি যতই আসুক পাশে,
ভালোবাসা টিকে থাকে নিঃশেষ আশ্বাসে।
তুমি আছো নীরব হৃদস্পন্দনে।
ম্লান প্রদীপে, মিষ্টি হাওয়ায়,
ভালোবাসা জাগে নিঃশব্দ ছায়ায়।
না কোনো রত্ন, না কোনো রাজা,
তোমার চোখেই আমি খুঁজি সাজা।
প্রতিদিনের ক্ষুদ্র মুহূর্তে,
ভালোবাসা খোঁজে নিজের সূত্রে।
হাতের স্পর্শ, চোখের ইশারা,
তাতেই লুকিয়ে থাকে অগাধ ধারা।
ঝড়–বৃষ্টি যতই আসুক পাশে,
ভালোবাসা টিকে থাকে নিঃশেষ আশ্বাসে।