• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

বসন্তের আলাপনে মায়ের আবাহন

কুয়াশা মাখা চাদরখানি আলগা হলো আজ,
প্রকৃতি পরেছে নতুন রঙের বাসন্তী এক সাজ।
উত্তুরে হাওয়া বিদায় নিল, বইছে দখিনা টান,
শীতের শেষে পলাশ বনে জাগল নতুন প্রাণ।
ভোরবেলাকার আলতো রোদ আর হিমেল হাওয়ার রেশ,
পুরনো সব স্মৃতির পাতায় নতুন রঙের বেশ।
পড়তে বসার বাহানা আজ, বইগুলো থাক তোলা,
মনটা যেন হারিয়ে যাওয়া একলা আকাশ খোলা।
মাঠের ধারে সর্ষে খেত হলুদে মাখামাখি,
আমের বনে কুঁড়ি এল, ডাকছে কোকিল পাখি।
কারও হয়তো মনে পড়ে সেই প্রথম দেখার ভুল,
কারও খোঁপায় দোলে আজ শিউলি-পলাশ ফুল।
হলুদ পাঞ্জাবি আর শাড়ির ভিড়ে আবেগ আছে মিশে,
হারানো সেই শৈশব আজ খুঁজে পাই যে কিসে?
পূজার অঞ্জলি আর হাতের সেই খটখটে কুল মাখা,
অতীত দিনের ডায়েরিতে সব সযতনে রাখা।
কলম থামুক, সুর উঠুক ওই বীণার তারে তারে,
বসন্ত আজ কড়া নাড়ছে তোমার মনের দ্বারে।
বিদ্যার দেবী আসুক ঘরে, আসুক আলোর বান,
পাথরের এই শহর জুড়ে জাগুক মাটির টান।
শীত ঘুমানো মনটা যেন হঠাৎ পেল সাড়া,
পুরনো সব দুঃখ ভুলে নতুন স্বপ্নে আত্মহারা।
সরস্বতী পূজার ভোরে নতুন আলোর রেশ,
ভালো কাটুক সবার জীবন, কাটুক আশঙ্কায় বেশ।


©pixibloom
 
কুয়াশা মাখা চাদরখানি আলগা হলো আজ,
প্রকৃতি পরেছে নতুন রঙের বাসন্তী এক সাজ।
উত্তুরে হাওয়া বিদায় নিল, বইছে দখিনা টান,
শীতের শেষে পলাশ বনে জাগল নতুন প্রাণ।
ভোরবেলাকার আলতো রোদ আর হিমেল হাওয়ার রেশ,
পুরনো সব স্মৃতির পাতায় নতুন রঙের বেশ।
পড়তে বসার বাহানা আজ, বইগুলো থাক তোলা,
মনটা যেন হারিয়ে যাওয়া একলা আকাশ খোলা।
মাঠের ধারে সর্ষে খেত হলুদে মাখামাখি,
আমের বনে কুঁড়ি এল, ডাকছে কোকিল পাখি।
কারও হয়তো মনে পড়ে সেই প্রথম দেখার ভুল,
কারও খোঁপায় দোলে আজ শিউলি-পলাশ ফুল।
হলুদ পাঞ্জাবি আর শাড়ির ভিড়ে আবেগ আছে মিশে,
হারানো সেই শৈশব আজ খুঁজে পাই যে কিসে?
পূজার অঞ্জলি আর হাতের সেই খটখটে কুল মাখা,
অতীত দিনের ডায়েরিতে সব সযতনে রাখা।
কলম থামুক, সুর উঠুক ওই বীণার তারে তারে,
বসন্ত আজ কড়া নাড়ছে তোমার মনের দ্বারে।
বিদ্যার দেবী আসুক ঘরে, আসুক আলোর বান,
পাথরের এই শহর জুড়ে জাগুক মাটির টান।
শীত ঘুমানো মনটা যেন হঠাৎ পেল সাড়া,
পুরনো সব দুঃখ ভুলে নতুন স্বপ্নে আত্মহারা।
সরস্বতী পূজার ভোরে নতুন আলোর রেশ,
ভালো কাটুক সবার জীবন, কাটুক আশঙ্কায় বেশ।


©pixibloom
Khub valo lekha
 
কুয়াশা মাখা চাদরখানি আলগা হলো আজ,
প্রকৃতি পরেছে নতুন রঙের বাসন্তী এক সাজ।
উত্তুরে হাওয়া বিদায় নিল, বইছে দখিনা টান,
শীতের শেষে পলাশ বনে জাগল নতুন প্রাণ।
ভোরবেলাকার আলতো রোদ আর হিমেল হাওয়ার রেশ,
পুরনো সব স্মৃতির পাতায় নতুন রঙের বেশ।
পড়তে বসার বাহানা আজ, বইগুলো থাক তোলা,
মনটা যেন হারিয়ে যাওয়া একলা আকাশ খোলা।
মাঠের ধারে সর্ষে খেত হলুদে মাখামাখি,
আমের বনে কুঁড়ি এল, ডাকছে কোকিল পাখি।
কারও হয়তো মনে পড়ে সেই প্রথম দেখার ভুল,
কারও খোঁপায় দোলে আজ শিউলি-পলাশ ফুল।
হলুদ পাঞ্জাবি আর শাড়ির ভিড়ে আবেগ আছে মিশে,
হারানো সেই শৈশব আজ খুঁজে পাই যে কিসে?
পূজার অঞ্জলি আর হাতের সেই খটখটে কুল মাখা,
অতীত দিনের ডায়েরিতে সব সযতনে রাখা।
কলম থামুক, সুর উঠুক ওই বীণার তারে তারে,
বসন্ত আজ কড়া নাড়ছে তোমার মনের দ্বারে।
বিদ্যার দেবী আসুক ঘরে, আসুক আলোর বান,
পাথরের এই শহর জুড়ে জাগুক মাটির টান।
শীত ঘুমানো মনটা যেন হঠাৎ পেল সাড়া,
পুরনো সব দুঃখ ভুলে নতুন স্বপ্নে আত্মহারা।
সরস্বতী পূজার ভোরে নতুন আলোর রেশ,
ভালো কাটুক সবার জীবন, কাটুক আশঙ্কায় বেশ।


©pixibloom
দেবীর চরণে অঞ্জলি দেওয়ার আগে আপনার এই কবিতাটি পড়ে পূজার আমেজটা দ্বিগুণ হয়ে গেল। শুভ বসন্ত এবং সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা!
Awesome Intelligence
 
দেবীর চরণে অঞ্জলি দেওয়ার আগে আপনার এই কবিতাটি পড়ে পূজার আমেজটা দ্বিগুণ হয়ে গেল। শুভ বসন্ত এবং সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা!
Awesome Intelligence
অসংখ্য ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা সরস্বতী পূজার
 
কুয়াশা মাখা চাদরখানি আলগা হলো আজ,
প্রকৃতি পরেছে নতুন রঙের বাসন্তী এক সাজ।
উত্তুরে হাওয়া বিদায় নিল, বইছে দখিনা টান,
শীতের শেষে পলাশ বনে জাগল নতুন প্রাণ।
ভোরবেলাকার আলতো রোদ আর হিমেল হাওয়ার রেশ,
পুরনো সব স্মৃতির পাতায় নতুন রঙের বেশ।
পড়তে বসার বাহানা আজ, বইগুলো থাক তোলা,
মনটা যেন হারিয়ে যাওয়া একলা আকাশ খোলা।
মাঠের ধারে সর্ষে খেত হলুদে মাখামাখি,
আমের বনে কুঁড়ি এল, ডাকছে কোকিল পাখি।
কারও হয়তো মনে পড়ে সেই প্রথম দেখার ভুল,
কারও খোঁপায় দোলে আজ শিউলি-পলাশ ফুল।
হলুদ পাঞ্জাবি আর শাড়ির ভিড়ে আবেগ আছে মিশে,
হারানো সেই শৈশব আজ খুঁজে পাই যে কিসে?
পূজার অঞ্জলি আর হাতের সেই খটখটে কুল মাখা,
অতীত দিনের ডায়েরিতে সব সযতনে রাখা।
কলম থামুক, সুর উঠুক ওই বীণার তারে তারে,
বসন্ত আজ কড়া নাড়ছে তোমার মনের দ্বারে।
বিদ্যার দেবী আসুক ঘরে, আসুক আলোর বান,
পাথরের এই শহর জুড়ে জাগুক মাটির টান।
শীত ঘুমানো মনটা যেন হঠাৎ পেল সাড়া,
পুরনো সব দুঃখ ভুলে নতুন স্বপ্নে আত্মহারা।
সরস্বতী পূজার ভোরে নতুন আলোর রেশ,
ভালো কাটুক সবার জীবন, কাটুক আশঙ্কায় বেশ।


©pixibloom
অপূর্ব লিখেছ। ˚⊱❀✿❁♡❁✿❀⊰˚
সুপ্রভাত
তোমায়, তোমার সকল পরিবার জনকে আমার তরফ থেকে শুভ বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পূজা এবং বাঁকে বিহারী হোলির হার্দিক শুভকামনা এবং অভিনন্দন।
রাধে রাধে♥️
দিন টা প্রভুর কৃপায় মঙ্গলময় হোক ✨
 
অপূর্ব লিখেছ। ˚⊱❀✿❁♡❁✿❀⊰˚
সুপ্রভাত
তোমায়, তোমার সকল পরিবার জনকে আমার তরফ থেকে শুভ বসন্ত পঞ্চমী, মা সরস্বতী পূজা এবং বাঁকে বিহারী হোলির হার্দিক শুভকামনা এবং অভিনন্দন।
রাধে রাধে♥️
দিন টা প্রভুর কৃপায় মঙ্গলময় হোক ✨
রাঁধে রাঁধে
 
Top