বকুলের ডালে আজো পাখি বসেনি,
সুর তোলে না তান…
শিউলির পাতায় রোদের কাঁপা কাঁপা…
শুধু নিঃশ্বাসের গান।
ঘাসফুলের কুঁড়ি আজো লাজে লাজে…
ঘোমটা টেনে রয়।
দখিন হাওয়া ডাকেনি মধুর নামে—
কবিতারা সয়…
আসেনি সে বর্ণময়ী, রঙে রঙিন—
পায়ের নূপুর প’রে।
ধুলোখেলা দুপুর জুড়ে বসে আছে…
নির্বাক এক ঘোরে।
কবে সে কুড়ি-বেলা রূপ ঢেলে দেবে,
ফুলে ভরবে বাগান?
হাসির টোল পড়বে সেই ওষ্ঠপুটে…
ফিরবে প্রণয় জয়গান।
তুই কবি… গন্ধে গন্ধে ভুলে গেছিস—
পথের শেষ কিনারা।
ভেবেছিস, ফুলে ভরা বুকের ভেতর…
রইবে না আর হারা।
সুর তোলে না তান…
শিউলির পাতায় রোদের কাঁপা কাঁপা…
শুধু নিঃশ্বাসের গান।
ঘাসফুলের কুঁড়ি আজো লাজে লাজে…
ঘোমটা টেনে রয়।
দখিন হাওয়া ডাকেনি মধুর নামে—
কবিতারা সয়…
আসেনি সে বর্ণময়ী, রঙে রঙিন—
পায়ের নূপুর প’রে।
ধুলোখেলা দুপুর জুড়ে বসে আছে…
নির্বাক এক ঘোরে।
কবে সে কুড়ি-বেলা রূপ ঢেলে দেবে,
ফুলে ভরবে বাগান?
হাসির টোল পড়বে সেই ওষ্ঠপুটে…
ফিরবে প্রণয় জয়গান।
তুই কবি… গন্ধে গন্ধে ভুলে গেছিস—
পথের শেষ কিনারা।
ভেবেছিস, ফুলে ভরা বুকের ভেতর…
রইবে না আর হারা।