উত্তুরে ওই হিমেল হাওয়ায় শিউরে ওঠে গা,
পৌষ এসেছে আলপনাতে মাখিয়ে রাঙা পা।
মাঠের কোণে সোনার ধানে রোদের ঝিকিমিকি,
গোলা ভরা নতুন চালে স্বপ্ন আঁকিবুকি।
ভোরবেলাতে উঠোন জুড়ে আলপনারই সাজ,
ঢেঁকিশালে ছন্দ বাজে, নেইকো অন্য কাজ।
মায়ের হাতের নিপুণ ছোঁয়ায় পিঠের কারুকাজ,
সারা পাড়ায় গন্ধে ভাসে শীতের রাজকরাজ।
উনুন ধারে পিঠের সারে ধোঁয়া ওঠা ওম,
নতুন গুড় আর নারকেলেতে মিষ্টি মনোরোম।
দুধ-পুলি আর আসকে পিঠে, ভাপা কিংবা সরু,
এই আনন্দে এক হয় আজ বৃদ্ধ কিম্বা তরু।
সেদ্ধ পিঠের বাষ্পে লুকোয় ছোটবেলার টান,
ঠাকুমা-দিদিমার সেই গল্পে মেশা গান।
শহর জীবন কিংবা গ্রাম— সবখানে আজ এক,
বাঙালিয়ানার ঐতিহ্যটা মন দিয়ে তুই দেখ।
আভিজাত্যের পশমিনা নয়, কাঙড়ির ওই আঁচ,
বাঙালির এই পিঠে-পুলি, প্রাণের সহজ নাচ।
পুরানো সেই দিনের কথা উঠুক আবার জেগে,
পৌষ পার্বণ মিশে থাকুক বাঙালির অনুরাগে।
পৌষ এসেছে আলপনাতে মাখিয়ে রাঙা পা।
মাঠের কোণে সোনার ধানে রোদের ঝিকিমিকি,
গোলা ভরা নতুন চালে স্বপ্ন আঁকিবুকি।
ভোরবেলাতে উঠোন জুড়ে আলপনারই সাজ,
ঢেঁকিশালে ছন্দ বাজে, নেইকো অন্য কাজ।
মায়ের হাতের নিপুণ ছোঁয়ায় পিঠের কারুকাজ,
সারা পাড়ায় গন্ধে ভাসে শীতের রাজকরাজ।
উনুন ধারে পিঠের সারে ধোঁয়া ওঠা ওম,
নতুন গুড় আর নারকেলেতে মিষ্টি মনোরোম।
দুধ-পুলি আর আসকে পিঠে, ভাপা কিংবা সরু,
এই আনন্দে এক হয় আজ বৃদ্ধ কিম্বা তরু।
সেদ্ধ পিঠের বাষ্পে লুকোয় ছোটবেলার টান,
ঠাকুমা-দিদিমার সেই গল্পে মেশা গান।
শহর জীবন কিংবা গ্রাম— সবখানে আজ এক,
বাঙালিয়ানার ঐতিহ্যটা মন দিয়ে তুই দেখ।
আভিজাত্যের পশমিনা নয়, কাঙড়ির ওই আঁচ,
বাঙালির এই পিঠে-পুলি, প্রাণের সহজ নাচ।
পুরানো সেই দিনের কথা উঠুক আবার জেগে,
পৌষ পার্বণ মিশে থাকুক বাঙালির অনুরাগে।
